বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, সিউড়ি সহ বীরভূমের একাধিক স্টেশন নতুন নতুন ট্রেনের স্টপেজ পাবে খুব তাড়াতাড়ি। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই সকল ট্রেনের স্টপেজের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। আর এবার সেই আবেদন বাস্তবের রূপ পেল। কেননা আবেদন অনুযায়ী সিউড়ি স্টেশন ছাড়াও বীরভূমের একাধিক স্টেশন এবার নতুন নতুন ট্রেনের স্টপেজ পেতে চলেছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই রেলের তরফ থেকে ওই সকল ট্রেনের স্টপেজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও এখনই ঐ সকল ট্রেনের স্টপেজ চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সময়সূচী অনুযায়ী সমস্ত কিছু জানিয়ে দেবে।
আরও পড়ুনঃ কয়েক মিনিটেই উঠবে টাকা! এবার BHIM App দিয়ে PF এর টাকা তোলা চালুর পথে EPFO
রেলের ঘোষণা থেকে জানা যাচ্ছে, কামাখ্যা – বেঙ্গালুরু এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি – চেন্নাই এক্সপ্রেস ট্রেন সিউড়ি স্টেশনে থামবে। পাশাপাশি ভবিষ্যতে কামাখ্যা- বেঙ্গালুরু এসি এক্সপ্রেস এবং এনজিপি-চেন্নাই এক্সপ্রেসেরও সিউড়ি স্টপেজ চালু হতে চলেছে। কোন তারিখ থেকে এই পরিষেবা কার্যকর হবে, তা পরে জানানো হবে। সিউড়ি – শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি নতুন করে চিনপাই এবং উখড়া স্টেশনে থামবে। সিউড়ির পাশাপাশি বীরভূমের চাতরা, নলহাটি, মুরারই, রামপুরহাট সহ একাধিক স্টেশনেও কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে। আর এর ফলে সাধারণ মানুষদের অনেকটাই উপকার হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। ট্রেনের স্টপেজ সংক্রান্ত বিস্তারিত আরও জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
