শিক্ষিত মানুষকেও কিভাবে বোকা বানানো যায় তা এবার হাড়ে হাড়ে টের পাওয়া গেল। বীরভূমের এক গৃহবধূর সঙ্গে যে ঘটনা ঘটলো তা শুনলে আপনিও থ হয়ে যাবেন। সব জেনে বুঝেও এমনভাবে ওই গৃহবধূকে ব্রেন ওয়াশ করা হয় যে ওই মহিলা কিছুই টের পাননি তার সঙ্গে কি ঘটছে।
সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর এলাকার বাসিন্দা মৌ মন্ডলকে হঠাৎ করে ফোন করা হয়। বলা হয়, আপনার নামে যে রান্নার গ্যাস কানেকশন রয়েছে তার ভর্তুকি আপনার অ্যাকাউন্টে ঢুকছে? ওই গৃহবধূ উত্তরে বলেন না। আর এর পরেই শুরু হয় আসল খেলা।
আরও পড়ুনঃ বৈষ্ণব সাহিত্য চর্চা, সিউড়ির বইমেলায় অপ্রকাশিত বৈষ্ণব সাহিত্যের সংকলন
তারপর ওই গৃহবধূর সঙ্গে যা যা ঘটেছে তা তিনি নিজের মুখেই শুনিয়েছেন। তার কথা শুনে আপনিও অবাক হয়ে যাবেন, ঠিক কিভাবে কি ঘটলো তা জানলে। আর এই ঘটনাই ওই গৃহবধুর অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা লুট করলো প্রতারকরা।
