রেলের অনুমতিকে ডোন্ট কেয়ার! শতাব্দী রায়ের সামনেই সিউড়ির হাটজান বাজার রেল ওভারব্রিজে যান চলাচল! ব্রিজ চুরির অভিযোগে সরব বিজেপি

সিউড়ির হাটজন বাজার রেল ওভারব্রিজ এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। রেলওভার ব্রিজের অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। যেটুকু কাজ বাকি রয়েছে তা হলো আলো লাগানো এবং সৌন্দর্যায়ন। তবে এসব কাজ এবং রেলের অনুমতির আগেই সাংসদ শতাব্দী রায়ের সামনেই সোমবার রেল ওভারব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতাকর্মীরাও। এদিন শতাব্দী রায় ব্রিজ পরিদর্শন করতে আসেন আর তখনই শুরু হয় এমন যান চলাচল।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির অভিযোগ, রেল ওভারব্রিজ তৈরির ক্রেডিট নিতে উদ্বোধনের আগেই এমন পদক্ষেপ নিচ্ছে তৃণমূল। ব্রিজ চুরি করতে উঠেপড়ে নেমেছে। এমন ঘটনা নির্লজ্জের থেকে কম কিছু নয় বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ শিক্ষিত মানুষকেও বোকা বানিয়ে কীভাবে লুট করা যায়! বীরভূমের গৃহবধূর সঙ্গে যা ঘটল শুনলে আপনিও থ হয়ে যাবেন

অন্যদিকে তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং তৃণমূল বিধায়ক নেতাকর্মীরা ব্রিজ পরিদর্শনের পর দাবি করেন, ব্রিজের কাজ তো হয়েই গিয়েছে। এখন আর দেরি করে লাভ কি। যেসব কাজ বাকি রয়েছে সেই সব কাজ ধীরে ধীরে করলেই তো হবে। আগে মানুষের যেটা দরকার সেই কথা ভাবতে হবে।

এসবের পরিপ্রেক্ষিতে সিউড়ির হাটজন বাজার রেল ওভারব্রিজ নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও শতাব্দী রায়ের পরিদর্শনের পর অবাধে রেল ব্রিজের উপর দিয়ে যে সকল যানবাহন যাতায়াত করছিল সেগুলিকে আটকে দেওয়া হয় এবং রেল পুলিশের তরফে সেগুলি পুনরায় আগের পথে পাঠানো হয়।