বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তহবিল থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের সরঞ্জাম প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার। অনুষ্ঠানটির আয়োজন করা হয় দুবরাজপুরের পথিকৃৎ ময়দানে। আর সেখানেই একেবারে মন ভালো করার ছবি লক্ষ্য করা গেল। সাংসদকে হাতের কাছে পেয়ে তার সঙ্গে সেলফি আর সেলফি তোলার সুযোগ পেয়ে রীতিমতো খুশিতে ডগমগ ওরা।
এদিন যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয়। মূলত দুবরাজপুর ব্লক ও শহরের চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এমন সুযোগ পান। বিশেষ চাহিদা সম্পন্ন ওই ব্যক্তিরা এমন সরঞ্জাম পেয়ে একদিকে যেমন খুশি হন ঠিক সেই রকমই আবার সংসদের সঙ্গে সেলফি তুলতে পারায় তাদের মুখে এক গাল হাসিও লক্ষ্য করা যায়। বীরভূমের দুবরাজপুর ছাড়াও এদিন একই রকম কর্মসূচি গ্রহণ করা হয় খয়রাশোলেও।
