সরু না চওড়া! রাস্তা তৈরি নিয়ে গ্রামবাসীদের বিবাদ, মাঝে পড়ে কাজ নিয়ে সমস্যায় ঠিকাদার

কেউ বলছেন রাস্তা এত চওড়া করার দরকার নেই! কেউ আবার বলছেন রাস্তা চওড়া করতে হবে! এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ঠিকাদার, আর তারই পরিপ্রেক্ষিতে কাজে মাঝে পড়ে ফ্যাসাদে ঠিকাদার সংস্থা। ঘটনার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে।

রাস্তা শুরু হবে না চওড়া এই নিয়ে গ্রামবাসীদের একাংশের মধ্যে বিবাদের ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভার অন্তর্গত নহুদড়ি গ্রামে। যে ঘটনাই ঠিকাদার জানিয়েছেন, তিনি সিডিউল অনুযায়ী কাজ করতে রাজি। কিন্তু গ্রামেরই কিছু মানুষ সেই ভাবে কাজ করতে বাধা দিচ্ছেন, বলছেন রাস্তা এত চওড়া করার দরকার নেই।

আরও পড়ুনঃ নানুরে আরএসএস-বিজেপি সমর্থককে পার্টি অফিসে ডেকে ক্ষমা চাওয়ার ঘটনায় জেগে উঠলো আরএসএস! তুমুল বিক্ষোভ, সকলকে পাশে পেয়ে স্বস্তি পেলেন রিন্টুর মা

অন্যদিকে রাস্তা চওড়ার পরিবর্তে শুরু হওয়ার বিষয়টি সাধারণ গ্রামবাসীদের নজরে আসতেই তারা পাল্টা প্রতিবাদ করেন এবং সিডিউল অনুযায়ী রাস্তা চওড়া করার দাবি জানান। তাদের অভিযোগ, যারা রাস্তা চওরার পরিবর্তে শুরু করার জন্য বলেছিলেন তারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা শাসক দল করেন।

সোমবারের এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, পুরো বিষয়টি দেখা হচ্ছে।

অন্যদিকে এলাকার পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, তার কাছে এমন কোন অভিযোগ আসেনি।