পদ্মশ্রী সম্মানে ভূষিত সিউড়ির কন্যা তৃপ্তি মুখোপাধ্যায়! কারণ জানলে কুর্নিশ জানাবেন

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্র সরকারের তরফে এবারের পদ্ম পুরস্কারে যাদের সম্মান করা হবে তাদের নাম প্রকাশ করল। রবিবার সরকারের তরফে পদ্ম পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করতেই দেখা যায়, সেই তালিকায় জায়গা পেয়েছেন সিউড়ির তৃপ্তি মুখার্জি।

কেন সিউড়ির তৃপ্তি মুখার্জিকে পদ্মশ্রী পুরস্কারের জন্য বেছে নিল সরকার? মূলত শিল্পকলার জন্য তাকে এমন সম্মানে সম্মানিত করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বেছে নেওয়া হয়েছে। কাঁথা স্টিচ শিল্পকলার জন্য তাকে কেন্দ্র সরকার এমন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে রয়েছে নারী স্বশক্তিকরণ। অর্থাৎ তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে অজস্র মহিলারা রোজগারের দিশা খুঁজে পেয়েছেন, তারা স্বনির্ভর হয়েছেন।

তৃপ্তি মুখার্জী পদ্মশ্রী পুরস্কার পাওয়ার বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন এবং এই পুরস্কার তিনি তার মা মায়া ব্যানার্জিকে উৎসর্গ করেছেন।

তৃপ্তি মুখার্জি ১৯৮৭ সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই শিল্পকলার সঙ্গে গ্রামের মহিলাদের যুক্ত করেন এবং তাদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। বর্তমানে জেলায় প্রায় ২০ হাজার মহিলাকে তিন প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ ১২ বছরেও হয়নি শিক্ষক নিয়োগ! এক দশকেই বন্ধ আরও এক নবনির্মিত সরকারি স্কুল

পশ্চিমবঙ্গের কাঁথা স্টিচ এর কাজকে ভারতের পাশাপাশি ভারতের বাইরে ও তুলে ধরার জন্য ভারত সরকারের হয়ে তিনি লন্ডন, বার্মিংহাম, টোকিও ভ্রমণ করেছিলেন। যে সকল জায়গায় তিনি এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন।

বর্তমানে তার কাজের পরিধি অনেক বেড়েছে। মহিলাদের, বিশেষ করে আদিবাসীদের কাঁথা স্টিচ এর কাজের প্রশিক্ষণ দিয়ে তিনি নজর কেড়েছেন সরকারের। তার এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি তার কাজকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তিনি