১৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাইক আরোহীর

১৪ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। রবিবার রাতে এমন ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল মোড়ের কাছে। এই দুর্ঘটনায় আহত আরো একজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা যাচ্ছে, ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী হলেন সুরুজ আহমেদ ও ছোট্ট আহমেদ। অন্যদিকে আহত হ্য়েছেন আশীষ বাউরী। দুর্ঘটনায় মৃত ও আহত প্রত্যেকের বাড়ি দুবরাজপুরের খন্ড গ্রামে। তারা দুবরাজপুর থেকে সিউড়ি যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। আর এমন সময় সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

আরও পড়ুনঃ চেনা ছক ভেঙে মন্ত্রোচ্চরণ সংকৃত দিদিমণির, নয়া দৃষ্টান্ত গড়ল বীরভূমের কীর্ণাহার শিবচন্দ্র হাই স্কুল

এই দুর্ঘটনায় একটি চায়না ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি একটি ডাম্পারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।