বীরভূমের সদর শহর সিউড়ির ভৌগোলিক অবস্থান সদর শহর হলেও সিউড়িকে অনেকটাই পিছিয়ে রেখেছে। পিছিয়ে রেখেছে মূলত যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে। বাস হোক অথবা ট্রেন সমস্ত কিছুতেই সিউড়ি থেকে কলকাতা যাতায়াত অনেকটাই সময় সাপেক্ষ। এরপর আবার পর্যাপ্ত ট্রেন না থাকার কারণে এই সমস্যা আরও কয়েক গুণ বেড়েছে বছরের পর বছর ধরে।
তবে এসবের মধ্যেই এবার সিউড়ির বাসিন্দাদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। কেননা এবার সিউড়ি রেলস্টেশনে দুটি দূরপাল্লার ট্রেন স্টপেজ দেবে। যে দুটি দূরপাল্লার ট্রেন স্টপেজ দেওয়ার পরিপ্রেক্ষিতে সিউড়ির বাসিন্দাদের উত্তরবঙ্গ হোক অথবা দক্ষিণবঙ্গ ভ্রমণ অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে।
আরও পড়ুনঃ কষ্টের দিন শেষ! সিউড়ি স্টেশনে এসে এখন যাত্রীরা যেসব সুবিধা পাবেন
রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১২৫৫১ ও ১২৫৫২ এসএমভিটি বেঙ্গালুরু কামাখ্যা এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পাবে সিউড়ি। এই ট্রেন দুটি যথাক্রমে সিউড়ির উপর দিয়ে রাত ১০:০৩ এবং ভোর সাড়ে পাঁচটা নাগাদ পেরিয়ে যায়।
এছাড়াও ২২৬১১ ও ২২৬১২ চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল ট্রেন দুটিও সিউড়িতে স্টপেজ দেবে। এই ট্রেন দুটি সিউড়ি শহরের উপর দিয়ে পেরিয়ে যায় সন্ধ্যা ৭:০৩ ও সকাল সাড়ে পাঁচটা নাগাদ। আশা করা হচ্ছে এই দুটি সময়েই বা সামান্য এদিক-ওদিক সময়ের পরিপ্রেক্ষিতে সিউড়িতে স্টপেজ পাবে দুজোড়া ট্রেন।
এই দুটি ট্রেন চালু হলে সিউড়ির বাসিন্দাদের উত্তরবঙ্গ ভ্রমণ হোক অথবা দক্ষিণ ভারত ভ্রমণ, দুটি অনেকটাই সহজ হয়ে যাবে। সিউড়ির বাসিন্দারা একেবারে ঘরের কাছে থাকা রেলস্টেশন থেকে এই সকল জায়গায় ভ্রমণ করতে পারবেন।
