বীরভূমের সদর শহর হিসাবে সিউড়ির নাম উজ্জ্বল হয়ে থাকলেও রেল যোগাযোগের ক্ষেত্রে এই শহর অনেকটাই পিছিয়ে। তবে ইদানিং কালে কেন্দ্র সরকারের তৎপরতায় রেল যোগাযোগ অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে। এছাড়াও ভালোর দিকে এগোচ্ছে সিউড়ি স্টেশনের বন্দোবস্ত।
কেন্দ্র সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সিউড়ি রেল স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি বেশ কিছু সুবিধা প্রদান করা হয়েছে, যা যাত্রীদের কষ্ট বহুলাংশে লাঘব করছে তা নিয়ে কোন সন্দেহ নেই। সিউড়ি স্টেশনে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাবেন যাত্রীরা।
আরও পড়ুনঃ অনুব্রতর মাথায় উঠল রুপোর মুকুট! মজার ছলে কেষ্ট বললেন, ‘সোনার হলে ভালো হতো।’
শতাব্দী প্রাচীন সিউড়ি রেলস্টেশন প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে ইতিমধ্যেই। স্টেশনের সামনের অংশ সাজিয়ে তোলার পাশাপাশি প্লাটফর্ম আরো বিস্তৃত এবং আধুনিক করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য পর্যাপ্ত পার্কিং, আরামদায়ক প্রতীক্ষালয় সিউড়ি স্টেশনের পরিবেশকে আরও উন্নত করেছে।
সিউড়ি স্টেশনে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল যাত্রীরা আসেন তাদের কথা মাথায় রেখে এবং মালপত্র যাতে সহজেই নিয়ে যাওয়া আসা যায় তার জন্য তৈরি করা হয়েছে ramp এবং লিফট। আর এর ফলে যাত্রীরা অনেক উপকৃত বলেই শোনা যাচ্ছে রেল যাত্রীদের মুখে মুখে।
এর পাশাপাশি সিউড়ি রেলস্টেশনের প্ল্যাটফর্মে এখন আধুনিক কোচ ইন্ডিকেশন বোর্ড, ট্রেন ইন্ডিকেশন বোর্ড বসানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোন ট্রেনের কোচ কোন জায়গায় দাঁড়াবে তা নিয়ে যাত্রীদের আর সমস্যায় পড়তে হচ্ছে না। এছাড়াও স্টেশন চত্বর যাতে দিনরাত সবসময় ঝলমলে থাকে তার জন্য বসানো হয়েছে হাই মাস্ট লাইট।
