একদিনের ব্যবধানে পরপর দুটি রুপোর মুকুট মাথায় উঠলো বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডলের মাথায়। পরপর দুটি রুপোর মুকুট পাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি। আর পর পর দুদিন রুপোর মুকুট পেতেই সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে তা তাকে স্বমহিমায় ঘোষণা করতে দেখা গেল।
সোমবার দুবরাজপুর ব্লকের অন্তর্গত যশপুর মেলার মাঠে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি জনসভা মঞ্চে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তারপরেই মাথায় রুপোর মুকুট তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ রেশন কার্ড চেক করতে বাড়ি আসবে খাদ্য দফতরের লোক! কেন? জেনে রাখুন
অনুব্রত মণ্ডল এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় জানান, ২৬ এর ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচনে ২৩০ থেকে ২৫০ আসন পেতে তৃণমূলকে কেউ আটকাতে পারবে না
এছাড়াও অনুব্রত মণ্ডল বিজেপি ও নির্বাচন কমিশনকে মূর্খ বলে কটাক্ষ করেন। মূলত এসআইআর নিয়ে তিনি এমন কটাক্ষ করেন। তিনি ঠিক আর কি কি বললেন শুনে নেব।
