শান্তিনিকেতনে ধুন্ধুমার! অন্যের দোকানে এঁটো পাতা ফেলা নিয়ে লঙ্কাকাণ্ড, এমন ঘটনা গে কখনও দেখা যায়নি বলেই মত অনেকের

এক দোকানে খাবার খেয়ে অন্য দোকানের ডাস্টবিনে সেই খাবারের পাতা খেলাকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের সাক্ষী থাকল বীরভূম। যে ঘটনায় যিনি খালি পাতা ডাস্টবিনে ফেলেছিলেন তার গায়ে খাবারের উচ্ছিষ্ট অংশ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি দুই গোষ্ঠীর মধ্যে হয় হাতাহাতি থেকে শুরু করে গালিগালাজ সবকিছু। সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন অশান্তি বোলপুর শান্তিনিকেতনে।

বোলপুর শান্তিনিকেতনের একটি মেডিকেল কলেজের পড়ুয়াদের সঙ্গে বিবাদ এবং বিবাদ থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বোলপুরের বকুলতলার উল্টোদিকে সুপার মার্কেটের ব্লক টু এলাকায়।

আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের দুবরাজপুরে সভা করার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলে ইস্তফার লাইন জনপ্রিয় মুখেদের

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে বোলপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের কয়েকজন ছাত্রছাত্রী সেখানে থাকা একটি মিষ্টির দোকানে কচুরি খান এবং খাবার পর সেই কচুরি খাওয়ার খালি পাতা পাশেই থাকা একটি ভাতের হোটেলের ডাস্টবিনে ফেলে দেন। এরপর এই বিষয়টি নিয়ে ওই ভাতের হোটেলের মালিক ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে ওই সকল পড়ুয়াদের ওপর চড়াও হন এবং ব্যাপক মারধর করেন।

অন্যদিকে ভাতের হোটেলের মালিক পক্ষের দাবি, বুড়ুয়াদের আগেই সেখানে পাতা ফেলতে বারণ করা হয়েছিল। তারপরেও তারা পাতা ফেলেন। এছাড়াও পড়ুয়ারাই তাদের আগে থেকে গালিগালাজ মারধর করে।

তবে সামান্য খাবারের খালি পাতা অন্য দোকানের ডাস্টবিনে ফেলাকে খুব একটা খারাপ চোখে দেখছেন না এলাকার বাসিন্দারা। এমনকি অনেকেই দাবি করছেন, ওই ভাতের হোটেলের মালিক ও তাদের পরিবারের সদস্যদের ব্যবহার দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ।।