‘আমাদের স্যারকে ফেরান!’ রনজয় স্যারের বদলি রুখতে পোস্টার হাতে বিক্ষোভে বীরভূম জেলা স্কুলের খুদে পড়ুয়ারা

প্রিয় শিক্ষকের বদলি আটকাতে রীতিমতো পোস্টার হাতে স্কুলে বিক্ষোভ দেখাতে দেখা গেল স্কুল পড়ুয়াদের। অবাক করা এমন ঘটনাটি ঘটেছে সিউড়ির বীরভূম জেলা স্কুলে। তাদের দাবি রনজয় স্যার চলে গেলে অংক ভালোভাবে বুঝতে পারব না।

বীরভূম জেলা স্কুলের অংকের শিক্ষক রনজয় রায়ের সরকারি নিয়ম অনুসারে বদলির নির্দেশ এসেছে কলকাতায়। তবে এই বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না পড়ুয়ারা। তাদের প্রিয় শিক্ষকের বদলি আটকাতে মঙ্গলবার স্কুলে পোস্টার হাতে নামতে দেখা গেল পড়ুয়াদের। পোস্টার হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় সেই পোস্টার লাগান।

আরও পড়ুনঃ চন্দ্রপুর টু যশপুর, অনুব্রতর মাথায় ফের ‘রুপোর মুকুট’! জানিয়ে দিলেন তৃণমূলের আগামী আসন সংখ্যা

এদিন স্কুলের ৫০ থেকে ৬০ জন পড়ুয়া এমন বিক্ষোভে সামিল হ্য়। তাদের দাবি মূলত একটাই, আর সেই দাবি অনুযায়ী তাদের প্রিয় শিক্ষককে কোনোভাবেই বদলি করা যাবে না।

এমন আবেগপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে রনজয় স্যারের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও স্কুলের বাংলা শিক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, তারা যেহেতু সরকারি স্কুলের শিক্ষক এবং সেই কারণে সরকার যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা কোনভাবেই অমান্য করা যাবে না তবে ওই শিক্ষক চলে যাওয়ার পর আরও দুজন শিক্ষককে নিয়োগ করা হবে স্কুলে।