ঘুরতে যাওয়ার শখে সদাইপুর থেকে সটান দিঘা! এমনই অবাক কান্ড ঘটাল বীরভূমের দুই খুদে পড়ুয়া। যে ঘটনায় রাতের ঘুম উড়ে ওই দুই খুদের পরিবারের সদস্যদের। তবে তিনদিন পর পুলিশ তাদের সুরক্ষিতভাবেই উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।
সদাইপুর থেকে সটান দিঘা পৌঁছানোর এমন কান্ড যে দুই খুদে ঘটিয়েছে তারা সদাইপুর থানার অন্তর্গত এলাকার স্কুল পড়ুয়া। একজনের বয়স সাত থেকে আট বছর আর একজনের বয়স ১২ বছর। এমন অবস্থায় তারা দুজনে কিভাবে এমন সিদ্ধান্ত নিল তা নিয়েই অবাক হচ্ছেন সকলে। এই ঘটনার সঙ্গে তাহলে কি অন্য কোন কিছু জড়িয়ে রয়েছে? সেই প্রশ্নের উত্তরে অবশ্য খুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীঘা কেমন তা দেখবে সেই ভেবেই তারা চলে যায়।
এখন প্রশ্ন কীভাবে তারা বীরভূম থেকে দীঘা পৌঁছল? যা জানা যাচ্ছে তাতে সদাইপুর থানার অন্তর্গত ওই দুই খুদের একজন স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় এবং আরেকজন খেলতে যাওয়ার নাম করে। তারপর তারা সেখান থেকে বাস ধরে পৌঁছই হাওড়া। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছই দীঘা।
এমন ঘটনা ঘটে চব্বিশ জানুয়ারি। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে ছেলেরা বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও যখন তাদের খুঁজে পাইনি তখন সদাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ নিখোঁজ ডায়রি পেয়ে সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের শেষমেষ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিয়ম অনুযায়ী মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই দুই নাবালককে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আর এই সকল ঘটনার পর ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশের তৎপরতাকে তারা ধন্যবাদ জানিয়েছেন।
