‘চাওয়া আর চাওয়ার শেষ কোথায়?’ সুখী হওয়ার আসল চাবিকাঠি জানালো পাঁচড়া গীতা ভবন

মহা ধুমধামের সঙ্গে বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া চৈতন্যপুর গীতা ভবনে পালন করা হচ্ছে ৪০ বছর পূর্তি উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান। ভাগবত গীতার বাণী প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই পাঁচড়া চৈতন্যপুর গীতা ভবন প্রতিষ্ঠা করেছিলেন অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। প্রত্যেকদিনই এখানে ভাগবত গীতা পাঠ করা হয় এবং বহু ভক্ত আসেন এখানে গীতা পাঠ শুনতে। গুটি গুটি পায়ে চলতে চলতে চল্লিশটা বছর পার করলো পাঁচড়া চৈতন্যপুর গীতাভবন। আর সেই উপলক্ষে গীতার আঠারোটা অধ্যায় অনুযায়ী এই অনুষ্ঠান চলবে ১৮ দিন ধরে। আর সেই কারণেই ১৮ দিন ধরে বিশ্ব শান্তি মৈত্র যজ্ঞ এই শিরোনামে একটা ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এক লক্ষ নরনারায়ন সেবা হবে। ভগবত গীতা ও তারকব্রহ্ম নামের উপর পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজরা এসে ভক্তদের শোনাবেন এটা প্রয়োজনীয়তা কি আছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ বিভিন্ন আশ্রমের মহারাজরা। আর এমন পূর্ণ মুহূর্তেই স্বামী সত্যানন্দ মহারাজ শোনালেন কিছু মহা মূল্যবান বক্তব্য।