Birbhum: বীরভূমের কিরণাহারে সোনার দোকান লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীরা বোমা ফাটিয়ে স্বর্ণদীপ গোল্ড শপ থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা লুট করে পালিয়েছে। এলাকায় এমন সাহসী ডাকাতি আগে দেখা যায়নি।
সোনা-রুপো সহ টাকা লুট বীরভূমে
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১০-১২ জন দুষ্কৃতী গাড়ি ও বাইকে করে দোকানে হামলা চালায়। দোকানটি কিরণাহার বাসস্ট্যান্ডের পাশে, কিরণাহার থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে। চারজন দুষ্কৃতী রিং কেনার অজুহাতে ভিতরে ঢোকে। হঠাৎ পিস্তল বের করে দোকানমালিক বাপন কর্মকারের কপালে ঠেকায়। অন্যরা সুযোগ বুঝে কাউন্টার থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা গুছিয়ে নেয়। লুটের পরিমাণ লক্ষাধিক টাকা।
দোকান থেকে চিৎকার শুনে লোকজন জড়ো হলে দুষ্কৃতীরা বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়ায় এবং পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি চারচাকা গাড়ি, একটি মোটরবাইক ও একটি পিস্তল ফেলে যায়।
পুলিশের তদন্ত শুরু
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া গাড়ি, বাইক ও পিস্তল উদ্ধার করেছে। এগুলো থেকে ক্লু পেয়ে দুষ্কৃতীদের খোঁজ চলছে। দোকানমালিক বাপন কর্মকার ভয়ে এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা কয়েকদিন ধরে এলাকায় ঘুরঘুর করছিল বিভিন্ন অজুহাতে। কিরণাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে বলেন, “পিস্তল ঠেকিয়ে ডাকাতি ও বোমা ফাটানোর ঘটনা এখানে আগে কখনও ঘটেনি। আমরা সবাই আতঙ্কিত।”
এই ঘটনা বীরভূমের গ্রামীণ এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ব্যবসায়ীরা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশকে এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি তদন্ত জোরদার করার জন্য।
