Power Sub Station: নতুন তিনটি সাবস্টেশন পেতে চলেছে কোচবিহার! জানেন মোট কত টাকা খরচ হচ্ছে?

Power Sub Station : বিদ্যুৎ পরিষেবা হল মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। বিদ্যুৎ ছাড়া জনজীবন পরিকল্পনা করাই সম্ভব নয়। এবার কোচবিহার বিদ্যুৎ পরিষেবার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। নতুন তিনটি সাবস্টেশন যুক্ত হতে চলেছে কোচবিহার জেলার বিদ্যুৎ পরিষেবায়। বিদ্যুৎ পরিষেবা আরও দ্রুত সরবরাহ করার কাজ হবে সহজ। উপকৃত হতে চলেছেন লক্ষাধিক সাধারণ মানুষ।

ইতিমধ্যেই সরকারি জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য মোটা অংকের বাজেটও ধার্য করা হয়েছে। তার জন্য ডিপিআর তৈরি হয়েছে। জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে রাজ্যকে ফাইল পাঠানো হয়েছে।

আরও পড়ুন: EV Records: টাটার এই গাড়ি এক যাত্রায় গড়ল ২০ টি রেকর্ড, ইভির ইতিহাসে নয়া নজির

জানেন কি কোথায় তৈরি হতে চলেছে এই সাবস্টেশনগুলি?

কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিট, কোচবিহার ১ ব্লকের চিলকির হাট এবং তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়িতে সাবস্টেশনগুলো তৈরি করা হবে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল অফিস সূত্রের তরফে। তাই মূলত এই তিন জায়গায় সরকারি জমি চিহ্নিতকরণ হচ্ছে।

বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস জানিয়েছেন ‘জেলায় ৮ লক্ষ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক বর্তমানে বাস করেন। ২৪টি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারপরও কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধানেই তিনটি নতুন সাবস্টেশন হচ্ছে। তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জানা গিয়েছে, এক একটি সাবস্টেশন থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ করা হবে। মাথাপিছু এক একটি সাবস্টেশন তৈরি করতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। দপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলায় লোডশেডিং এর সমস্যা কম রয়েছে তবে বেশ কিছু জায়গায় ভোল্টেজের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষেকে পাশাপাশি সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদেরও। জমিতে জল ব্যবহারের সময় অসুবিধায় পড়ছেন তারা। এর ফলে পর্যাপ্ত পরিমাণে জল জমিতে ব্যবহার করা যাচ্ছে না। বর্ষার সময় এই সমস্যা বেশি হয়। এই সব সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন তিনটি সাব স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে।

বলাবাহুল্য, এই সাব স্টেশন গুলি তৈরি হলে সহজ হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান।