লাল সিং চাড্ডা ছাড়াও মুখ দুমড়ে পড়েছে আমির খানের এই ৭টি সিনেমা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বলিউডে তিন খানের রাজত্ব দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যায়। এর মধ্যে আবার আমির খানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে কোন প্রশ্ন থাকে না। অধিকাংশ দর্শকের দাবি, আমির খানের সিনেমা মানেই সুপার ডুপার হিট। তুলনামূলক অন্যান্যদের থেকে কম সিনেমা করলেও বলিউডকে অনেক সুপার-ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন আমির খান তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এর পাশাপাশি রয়েছে তার একাধিক সিনেমা যেগুলি বক্স অফিসে মুখ দুমড়ে পড়েছে।

Advertisements

১) বাজি : ১৯৯৫ সালের আমির খানের এই সিনেমা ছিল তার জীবনের প্রথম ফ্লপ সিনেমা। এই সিনেমায় আমির খান তার দর্শকদের মন জয় করতে পারেন নি। এই সিনেমার বাজেট ছিল ৩.২৫ কোটি টাকা। তবে মমতা কুলকার্নি ও আমির খানের এই সিনেমা মাত্র ৫.০৯ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়।

Advertisements

২) আতঙ্ক হি আতঙ্ক : ১৯৯৫ সালেই আমির খান আরও একটি ফ্লপ সিনেমা উপহার দিয়েছিলেন। দ্য গড ফাদারের অনুকরণে এই সিনেমা আতঙ্ক হি আতঙ্ক নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও ২.৫ কোটি টাকার বাজেটের এই সিনেমা কেবলমাত্র ২.৫৫ কোটি টাকা তুলতে সক্ষম হয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন রজনীকান্ত, জুহি চাওলা এবং আমির খান।

Advertisements

৩) ১৯৪৭ (অর্থ) : ১৯৯৯ সালের এই সিনেমাটির নির্মাতা ছিলেন দীপা মেহতা। এই সিনেমাটি এই সিনেমাটি ভারতের তরফ থেকে ১৯৯৯ একাডেমি অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হয়েছিল। তবে ব্যবসার নিরিখে এই সিনেমাটি বক্স অফিসে মুখ দুমড়ে পড়ে এবং এর সংগ্রহ ছিল মাত্র ৩.৮০ কোটি টাকা।

৪) মেলা : আমির খানের ফ্লপ সিনেমার তালিকায় আসে ২০০০ সালের মেলা সিনেমাটি। এই সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন টুইংকেল খান্না এবং আমির খানের ভাই ফয়সাল খান। ১৮ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ২৫ কোটি টাকার মতো তুলতে সক্ষম হয়।

৫) মঙ্গল পান্ডে দ্য রাইজিং : এই সিনেমাটি নিয়ে বহুল চর্চা থাকলেও সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারে নি। ৩৭ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ভারতে তুলতে সক্ষম হয় মাত্র ৪০ কোটি টাকার কাছাকাছি।

৬) ধোবি ঘাট : ২০১০ সালের ১৩ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ভারতে তুলতে সক্ষম হয় ১৮.৪৮ কোটি টাকা। এই সিনেমাটি ৬০০ স্ক্রিনে রিলিজ করা হয়েছিল। এই সিনেমার ডাইরেক্টর ছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

৭) থাগস অব হিন্দোস্তান : আমির খান, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন অভিনীত এই সিনেমাটি ২০১৮ সালে রিলিজ হয়। প্রায় ৩১০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটির ২০০ কোটি টাকা তুলতে দম বেরিয়ে যায়।

Advertisements