নিজস্ব প্রতিবেদন : বাউল থেকে বলিউডে পা দেওয়ার পরেই বিস্ফোরক অনন্যা চক্রবর্তী। সম্প্রতি তিনি রিয়ালিটি শো-র গণ্ডি পার করে পা দিয়েছেন বলিউডে। হৃত্বিক রোশনের বিক্রম বেধা ছবির অ্যালকোহলিয়া গানের কিছু অংশ গেয়েছেন। এইভাবে বাউল থেকে বলিউডে পাড়ি দেওয়ার পর হঠাৎ তাকে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করতে দেখা যায়।
এই গানটি গাওয়ার পর তিনি তার ফেসবুকে করা বিস্ফোরক পোস্টে অভিযোগ করেছেন, স্নিগ্ধজিৎ ভৌমিক এবং তিনি মুম্বাইয়ের বিখ্যাত সংস্থার ব্যানারে গান করার পরেও কোনরকম শুভেচ্ছা বার্তা আসেনি। বাংলা ইন্ডাস্ট্রিজের এমন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষুব্ধ। তবে তিনি এও উল্লেখ করেছেন, ব্যতিক্রমী কেবলমাত্র জয় সরকার ও মধুবন্তী বাগচী।
অনন্যা ফেসবুকে যে পোস্ট করেছিলেন তাকে তিনি লিখেছিলেন, “জানেন বাংলা ইন্ডাস্ট্রির অংশ হওয়ার সবচেয়ে হতাশা কী? জয় সরকার ও মধুবন্তী বাগচীদি ছাড়া আর কোনও ‘সিনিয়র’ আমাকে ও স্নিগ্ধদাকে শুভেচ্ছা জানায়নি। এত বছর পর কলকাতা থেকে দুটো ছেলে মেয়ে এত বড় প্রযোজনা সংস্থায় কাজ করল, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ বা কল করে ‘খুব ভাল গেয়েছিস’ কেউ বলেনি। আর সারা জীবন আমরা তাঁদের অনুসরণ করেছি, অনুপ্রেরণা পেয়েছি।”
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি একের পর এক একাধিক অভিযোগ তুলে ধরেন তার ওই ফেসবুক পোস্টে। অনন্যা বুধবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্ট করলেও পরে তা আর দেখা যায়নি। তিনি নিজে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন নাকি অন্য কোন কারণে মুছে ফেলা হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।
তবে উঠতি গায়িকা অনন্যা চক্রবর্তীর এহেন ফেসবুক পোস্টের পর বিষয়টিকে অনেকেই ঢাক পেটানো বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ার দর্শকরা বিষয়টিকে ঢাক পেটানো বলে দাবি করার পাশাপাশি গায়িকা মেখলা দাশগুপ্তও বিষয়টিকে একইভাবে কটাক্ষ করেছেন।