Bagrakote Loop Bridge: উত্তরবঙ্গের লুপ সেতুতে নতুন ভিউ পয়েন্ট, এবার পাহাড়ের দৃশ্য হবে আরও উপভোগ্য

Bagrakote Loop Bridge: উত্তরবঙ্গ যেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ হল পাহাড়। যা দেখতে বছরের প্রায় বেশি সময় জুড়েই ভিড় থাকে পর্যটকরা। ডুয়ার্সের বাগরাকোটে রাজ্যের প্রথম লুপ সেতুকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে পর্যটকদের মধ্যে। সেখানকার পরিবেশ অত্যন্ত মনমুগ্ধকর আর তাই পর্যটকদের ভিড় বাড়ছিল ক্রমশই। স্বাভাবিক ভাবেই পাহাড়ের ছবি ক্যামেরাবন্দি করছিলেন তারা। যার কারণ স্বরুপ জেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। মাস দেড়েক আগে গাড়ি দাঁড় করিয়ে পর্যটকদের ছবি তোলার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল জেলা কর্তৃপক্ষ এর তরফে।

তবে এবার আর কোনো চিন্তা নেই। প্রাণ ভরে পর্যটকরা যাতে মনোরম পরিবেশ উপভোগ করতে পারে এবার পর্যটকরা তার সুযোগই করেছে জেলা প্রশাসন। ৭১৭এ জাতীয় সড়ক বরাবর নির্মীয়মাণ এই লুপ ব্রিজ থেকে মনোরম দৃশ্যের আনন্দ উপভোগ করতে পারবেন তারা। বাংলার সঙ্গে সিকিমের সংযোগ স্থাপনকারী এই সেতুতে দুটি নির্দিষ্ট ভিউ পয়েন্ট চিহ্নিত করেছে।

আরও পড়ুন: Loknath Baba Quotes: সফলতা হাতের মুঠোয় ধরা দেবে! মনে রাখুন বাবা লোকনাথের এই ১০টি বাণী

জানা গিয়েছে, এই সেতুটি এখনো নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও পর্যটকদের ভিড় ঠেকাতে কার্যত বেগ পেতে হয়েছিলো জেলা প্রশাসনকে। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি জানান, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বাগরাকোটের লুপ ব্রিজের পাশে দুটি স্থান চিহ্নিত করেছি। সেখানে যানবাহন থামিয়ে পর্যটকরা ছবি তুলতে পারবেন এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।’

তিনি আরও জানান, ‘সেতুটি মনোরম হওয়ায় তা উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করছে। আমরা প্রাথমিকভাবে ভিউ পয়েন্ট নিয়ে সমীক্ষা করেছি। এনএইচআইডিসিএলের কাছ থেকে এবিষয়ে আমরা প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। তার ভিত্তিতে স্থানগুলি চূড়ান্ত করা হবে।’

পাহাড়ে কোলে অবস্থিত এই লুপ ব্রিজটি ৪১ মিটার উঁচু একটি স্তম্ভের উপর নির্মাণ করা হয়েছে। নকশার কারণে এটি ‘সাপের সেতু’ নামেও জনপ্রিয়। যদিও নিরাপত্তার খাতিরে গাড়ি দাঁড় করিয়ে নির্মীয়মাণ সেতুর ওপর নিজস্ব বা রিল বানানোর ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

বলা বাহুল্য, এর ফলে পর্যটন ব্যবসাও ফুলেফেঁপে উঠবে। আর্থিক দিক থেকে সচ্ছলতা বাড়বে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ আরও উপকৃত হবেন। নানান স্তরের মানুষের মুখে হাসি ফুটবে।
জেলা শাসক জানিয়েছেন, ৭১৭এ নম্বর জাতীয় সড়ক বরাবর আরও আটটি স্থানকে পর্যটন সুবিধার স্থান হিসেবে তারা চিহ্নিত করেছেন। সেখানে পর্যটনরা স্বাচ্ছন্দ্য এ থাকতে পারবেন। আপনার ব্যস্ততার জীবন থেকে একটু সময় বের করে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই লুপ সেতুতে।