শ্রাবন্তীকে ডিভোর্স দিতে বিয়ে ভিখারির দশা রোশনের! খোরপোশের অঙ্ক মাথা ঘুরিয়ে দেবে আপনারও

Antara Nag

Published on:

Advertisements

আবার একবার খবরের শিরোনামে এলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। আর এই বারের কারণ রোশন সিংয়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা। টলিউডের বিখ্যাত এই অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদের মামলাটি চলে আসছে বিগত দুই বছর ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেছেন আদালতে। বর্তমানে ডিভোর্সের জন্য খোরপোশের অঙ্ক নিয়ে বচসা বেঁধেছে দুজনের।

Advertisements

ব্যক্তিগত জীবনে অনেক ধাক্কা খেতে হয়েছে শ্রাবন্তীকে। বিশেষত বৈবাহিক জীবনে বারবারই ধাক্কা খেয়েছেন শ্রাবন্তী। এই নিয়ে পরপর তিনবার ভেঙেছে তার সংসার। প্রথমে খুব কম বয়সে তিনি বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমারকে। রাজিব এবং শ্রাবন্তীর একটি পুত্র সন্তান আছে, তার নাম ঝিনুক। ছেলে একটু বড় হবার পর ১৩ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে দেন তারা। শ্রাবন্তী ও রাজিব বেরিয়ে যান যে যার নতুন জীবনের খোঁজে।

Advertisements

পরিচালক রাজীবের পর কৃষ্ণ ব্রজ নামে একজন মডেল বিয়ে করেন শ্রাবন্তী। তবে এক বছর যেতে না যেতেই তাদের সম্পর্কটাও ভেঙে যায়। এরপর শ্রাবন্তী আবার বিয়ে করেন রোশন সিংকে। ২০১৯ সালে মহা সমারোহে তাদের বিয়েটা সম্পন্ন হয়। তবে ২০২০ আসতে না আসতেই শ্রাবন্তীর নতুন সংসারেও ফের অশান্তি শুরু হয়। আর সেই সময় থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলে আসছে। আর এখন সেই মামলাতেই নিত্য নতুন খবর উঠে আসছে প্রায়শই।

Advertisements

সম্প্রতি রোশন সিং তার প্রাক্তন স্ত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে তার নামে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ করেছেন। তিনি দাবি করেন শ্রাবন্তী তার বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়ে মামলা দায়ের করেছেন আদালতে। শুধু তাই নয় তিনি আপত্তি তুলেছেন শ্রাবন্তীর দাবী করা খোরপোশের পরিমাণটা নিয়েও। তার কাছে শ্রাবন্তী যে পরিমাণ টাকা দাবি করেছেন তাতে সর্বস্বান্ত হতে পারেন তিনি। তৃতীয় স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের খোরপোশ বাবদ প্রতিমাসে বিশাল অঙ্কের টাকা দাবি করেছেন শ্রাবন্তী।

রোশন জানিয়েছেন যে, শ্রাবন্তী তার কাছে খোরপোশের হিসেবে প্রতি মাসে সাত লক্ষ টাকা করে দাবি করছেন। কিন্তু বিবাহবিচ্ছেদের মামলা করার সময় শ্রাবন্তী তার আয়-ব্যয়ের যে তথ্য নথিভুক্ত করেছিলেন তাতে নাকি অনেক অসংগতি দেখা দিয়েছে। সেই মর্মেই এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধেই পাল্টা মামলা করলেন রোশন সিং।

Advertisements