Hyperloop Train: ম্যাজিকের গতিতে ছুটবে ট্রেন! চোখের পলক ফেলতেই পৌঁছে যাবেন কলকাতা থেকে বারাণসী

সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক রেল ব্যবস্থা তাক লাগিয়ে দিচ্ছে সকলকেই। যাত্রী সুবিধার্থে একের পর এক প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। তার মধ্যে যেমন ট্রেনের গতি বাড়ানোর বিষয়টি রয়েছে ঠিক তেমনই যাত্রী সুরক্ষাও সুনিশ্চিত করা হচ্ছে। বন্দে ভারতের গতির জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রেলের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বুলেট ট্রেনের জন্যও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

আর এবার আসছে এক নতুন উদ্যোগ। আসছে হাইপারলুপ। এই রেল ট্র্যাকের ধারণা এলন মাস্ক দ্বারা জনপ্রিয়। এই ট্র্যাকের কথা গত বছর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার সেই ট্র্যাক প্রস্তুতও করে ফেলা হয়েছে। ভারতীয় রেল মন্ত্রকের সাহায্যে আইআইটি মাদ্রাজ তৈরি করেছে এই টেস্ট ট্র্যাকটি।

আরও পড়ুন: Best Electric Cycle: Jio ও TATA র ইলেকট্রিক সাইকেলে কি কি ফিচার আছে?

ভারতীয় রেল মন্ত্রকের সহযোগিতায় ইতিমধ্যেই ৪২২ মিটার দীর্ঘ এই দুর্দান্ত হাইপারলুপ টেস্ট ট্র্যাকটি তৈরি করে নজর কেড়েছে আইআইটি মাদ্রাজ। একই সঙ্গে সামাজিক মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যদিও এটি কোথায় ব্যবহার করা হবে তা নির্ভর করছে বাণিজ্যিক পরিবহণের উপর।

জানা গিয়েছে, একটি লো-প্রেসার টিউবের মধ্যে দিয়ে চলে এই ইলেক্ট্রিক ট্রেনটি। সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নেই, আছে একটিমাত্র কামরা। চৌম্বক শক্তি ও বিপুল গতির কারণে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায়। চমকে দেওয়া গতির কারণ, যে টিউবের মধ্যে দিয়ে ট্রেনটি চলে, সেটিতে কোনও বাতাস থাকে না। এই কারণে বায়ুমণ্ডলের স্বাভাবিক বাঁধাও থাকে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিবহণ ও গতির দুনিয়ায় ‘হাইপারলুপ’ ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

ট্রেনটি ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে চলবে। বিমান এবং বুলেট ট্রেনের থেকে এই ট্রেনের গতি অনেক বেশি। বেঙ্গালুরু-চেন্নাইয়ের মধ্যে প্রথম হাইপারলুপ ট্রেন চলাচল করতে পারে। যদিও এখনো ট্রেনের ভাড়া সম্পর্কিত কোনো তথ্য সামনে আসেনি। অন্যদিকে এই ট্রেন যদি কলকাতা বারাণসীর মধ্যে চালু হয়, তাহলে চোখের পলকে আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে বারাণসী।