Metro in Bedroom: স্কুল ফেরত বাচ্চা মেট্রো থেকে সোজা নামল বেডরুমে, ভিডিও না দেখলে মিস

Antara Nag

Published on:

Advertisements

যদি হঠাৎ দেখেন ট্রেন আপনার ঘরে থামছে এমনকি বেডরুমে (Metro in Bedroom) নিশ্চয়ই খুব অবাক হবেন। সেই ট্রেন থেকে বেরিয়ে আসছে আপনার স্কুল ফেরত সন্তান আর নামছে আপনার বেডরুমে। চিনের এই ভিডিয়ো ( Viral video) বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। নেট দুনিয়াতে সবার একটাই প্রশ্ন, এমন কি আদৌ হয়? অনেকেই বলেছেন এ হলো চীনের (China) পাগলামো। এই ভিডিওটি হলো আসলে কনসেপ্ট ভিডিয়ো। ভবিষ্যতে যদি এমন একটা মেট্রো তৈরি করা যায়, যার এক-একটা স্টেশন হবে মানুষের ড্রয়িং রুম বা বেডরুমে (Bedroom)।

Advertisements

একবার ভাবুন তো যদি সত্যি জীবনটা এরকম হয়। প্রযুক্তি দিন দিন উন্নত ও আধুনিক হলে এমন কোনও প্রকল্প অবশ্যই নিয়ে আসা যায়, যেখানে ট্রেন ঘরের মধ্যেই থামবে। চিনে (China) ইতিমধ্যেই এমন ট্রেন চলাচল করে, যা লোকের বাড়ির মধ্যে দিয়ে চলাফেরা করে। সেই ভিডিয়োও (Viral video) আমরা ইতিমধ্যে দেখেছি। এখন শুধু অপেক্ষা বেডরুম পর্যন্ত মেট্রো (Metro in Bedroom) চালানোর এমন কল্পনাকে বাস্তব রূপ দিতে কতটা সময় নেবে চিন।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য যে, এটি একটি কনসেপ্ট এবং ফিউচারিস্টিক ( Futuristic) ভিডিয়ো, যা দেখে নেটিজ়েনরা মনে করেছেন চিন বাস্তবে এমন ব্যবস্থা করে ফেলেছে। ব্যাপারটি আসলেও সত্যি নয়, এমনকি ওখানকার সরকারের মাথাতেও এরকম চিন্তা ভাবনা আসেনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি (Viral video) ঝড় তুলেছিল। নতুন করে ভিডিয়োটি আবার ভাইরাল হয়েছে একটি ইনস্টা পেজ থেকে। অনেকেই এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন। আদৌ কি এটা সম্ভব?

Advertisements

কি আছে ভিডিওটিতে? একটি ঘরে বিছানার কাছে বসে আছেন এক মহিলা। তিনি বারবার মোবাইল ফোনে চেক করছেন, কখন তার সন্তান স্কুল থেকে ফিরবে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল, মহিলার ঘরের মেঝের একটা অংশ সরে গিয়ে কাচের নিচ থেকে মেট্রো ট্র্যাক দেখা যাচ্ছে এবং সেখানেই মেট্রোটি (Metro in Bedroom) থামলো। সেই ট্রেন থেকে একটি বেলনাকার লিফট (Cylindrical lift) বেরিয়ে আসলো এবং মহিলার কোলে তার সন্তানকে রেখে দিয়ে গেল।

ভিডিয়ো দেখে সবাই তো অবাক। কিন্তু মর্মান্তিক বিষয়টি হল,সাধারণ মানুষ যে মেট্রো রেল ব্যবহার করেন, তার অ্যাক্সেস এখন এক্কেবারে সেই সাধারণ মানুষের ড্রয়িং বা বেডরুমে (Metro in Bedroom)। তবে এই কনসেপ্ট যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে মানুষের জীবন আরো ভয়ংকর হতে চলেছে। এছাড়াও একটি বিষয় দর্শকের নজর কেড়েছে, কীভাবে শিশুটি লিফটের মধ্যে দিয়ে মেট্রো থেকে বেরিয়ে আসে এবং তার নিরাপত্তাও নিশ্চিত করে এই ব্যবস্থা।

Advertisements