Bike Tips: বর্তমান সময়ে চারচাকা কেনার সামর্থ্য মধ্যবিত্তের না থাকলেও দুই চাকা অনেকের কাছেই রয়েছে। যা ব্যবহার করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যারা বাইকারোহী তাদের মনে একটা প্রশ্ন বরাবর থাকে, বাইক থামাতে গেলে আগে কোন জিনিসের ব্যবহার করতে হয় ক্লাচ নাকি ব্রেক? চালক যদি নতুন হয় তাহলে তো কথাই নেই, আবার পুরোনো হলেও তার মনেও কিন্তু জাগবে ঠিক একই প্রশ্ন। আজকের এই প্রতিবেদনে জেনে নিতে পারবেন কিছু প্রয়োজনীয় বাইক টিপস।
বাইক থামাতে আগে কোন জিনিসটির ব্যবহার করা দরকার তা সম্পূর্ণ নির্ভর করছে পরিস্থিতির ওপর। যেমন আপনি কোন অবস্থানে ব্রেক লাগাচ্ছেন, আপনার বাইকটি কত গতিতে রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ মোটরসাইকেলটি (Bike Tips) কোন গিয়ারে রয়েছে। এইসব খুঁটিনাটি বিষয়ের উপর নির্ভর করছে আপনার প্রশ্নের উত্তর। যদি এই অজানা প্রশ্নের সঠিক উত্তর পেতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটিতে চোখ বোলাতে হবে।
ধরুন আপনি যানজটে আটকে গেছেন, কিংবা সামনে চলে এসেছে কোন পশু। আবার অনেক সময় সামনের গাড়িও থমকে যায় হঠাৎ করে, এমন পরিস্থিতি যদি আসে তাহলে বাইকটিকে সম্পূর্ণরূপে বন্ধ করার প্রয়োজন হতে পারে। এই ধরনের পরিস্থিতি আসলে প্রথমে ক্লাচ টিপে ব্রেক টিপতে হবে। এর ফলে আপনার বাইক সহজেই থেমে যাবে। বন্ধ না অবস্থায় হঠাৎ করে ব্রেক চাপলে বাইক বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: AI ফিচার সহযোগে বাজার দখল করতে আসছে রে ব্যানের স্মার্টগ্লাস! ছবি তোলা সহ মিলবে আরও আকর্ষণীয় ফিচারস
যদি আপনার মোটরসাইকেলের (Bike Tips) গতি বেশি থাকে তাহলে সেই গতি কমানোর জন্য আপনাকে ব্রেক চাপতে হবে। তারপর আপনাকে ক্লাচ চিপে গিয়ারটিকে নিচে নামাতে হবে। যদি হঠাৎ করে আপনাকে বাইকের গতি কমাতে হয় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ টিপস। ধরুন আপনার মোটরসাইকেলের গতি রয়েছে ঘন্টায় ৬০ কিলোমিটার এবং আপনি চাইছেন গতি অল্প কমাতে তাহলে ক্লাচ টিপতে যাবেন না। এমন পরিস্থিতিতে হালকা ব্রেক লাগিয়ে ছেড়ে দিন।
আবার জরুরী পরিস্থিতিতে যদি গাড়ি থামাতে হয় তাহলে ব্রেক এবং ক্লাচ দুটোই একসাথে ব্যবহার করুন। এমন পরিস্থিতিতে অবশ্যই মাইলেজ সম্পর্কে চিন্তা করতে হবে। বাইক (Bike Tips) সংক্রান্তি জরুরী টিপস পাবেন এই প্রতিবেদনে।