LHB Coach: রেলের LHB কোচে রয়েছে আলাদা সুরক্ষা, আলাদা নিরাপত্তা, কীভাবে কাজ করে জানুন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How effective are LHB Coach in terms of safety and comfort: ভারতীয় রেল হলো দেশের অন্যতম বৃহৎ পরিবহন ব্যবস্থা। জনগণের যাতায়াতের সবথেকে বড় ভরসা। কাছে হোক কিংবা দূরে ট্রেনে করে সহজেই সেই জায়গায় চলে যাওয়া যায়। যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের ব্যাপারে রেল বরাবর চিন্তাভাবনা করে। যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল ট্রেনের কোচের (LHB Coach) পর্যন্ত পরিবর্তন করেছে। উন্নত প্রযুক্তির কথা মাথায় রেখেই এই ব্যবস্থা তাদের।

Advertisements

আগে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনের কোচে দেখা যেত নীল ও সাদা রঙ। অনেক ট্রেনে এখনো সেই রং বজায় আছে। এই রকমের ট্রেনের কোচকে বলা হয় আইসিএফ রেক। কেনো হয়েছে এরকম নাম? এই কোচ তৈরি হত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে সেই কারণেই এই নাম। তবে এই ধরনের কোচের ব্যবহার বর্তমানে অনেক কম। এই কোচের পরিবর্তে চালু করা হয়েছে এলএইচবি কোচ (LHB Coach)। এছাড়া কোনো কারণে দুর্ঘটনা ঘটলে এই কোচে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম।

Advertisements

কেনো এতো ভরসাযুক্ত এলএইচবি কোচ (LHB Coach)? এটি মাইল্ড স্টিল দিয়ে তৈরি হওয়ার জন্য আইসিএফ রেক এর তুলনায় অনেক হালকা। এই ধরনের কোচের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো অ্যান্টি রোল, অ্যান্টি কোলাপ্স এবং অ্যান্টি টেলিস্কোপিক। বর্তমানে রাজধানীসহ বিভিন্ন ধরনের প্রথম সারির ট্রেনগুলোতে এই ধরনের কোচ ব্যবহার করা হয়। এই ধরনের কোচে যাত্রা করা অনেক বেশি আরামদায়ক। আইসিএফ কোচের তুলনায় এটি অনেক বেশি উন্নত। এলএইচবির (LHB Coach) পুরো নাম হলো লিঙ্ক হফম্যান বুশ।

Advertisements

এলএইচবি কোচ দ্রুত থামতে সক্ষম কারণ এতে থাকে ডিস্ক ব্রেক। এরফলে এলএইচবি কোচ (LHB Coach) যুক্ত বিশিষ্ট ট্রেন দ্রুতগতিতে ছুটতে পারে। এই ধরনের কোচবিশিষ্ট এক্সপ্রেস ট্রেনগুলোতে যাত্রীরা দুলুনি অনেক কম অনুভব করে। যদি আপনি আইসিএফ কোচে বসে যাতায়াত করেন তাহলে বুঝতে পারবেন দুলুনি অনেক বেশি অনুভূত হয়। যদি পাশাপাশি আরেকটি ট্রেন চলে তাহলে আপনি আওয়াজও কম শুনতে পাবেন।

আগে যখন রেল দুর্ঘটনা হতো তখন আমরা দেখেছি একটি কামরার ওপর আরেকটি কামরা উঠে যেত, কিন্তু এলএইচবি কোচ (LHB Coach) যুক্ত বিশিষ্ট এক্সপ্রেস ট্রেনগুলোতে দুর্ঘটনা হলে ক্ষতির আশঙ্কা অনেক কম। সাধারণত আইসিএফ কোচগুলোতে এই আশঙ্কা ছিল অনেক বেশি। এতে যেমন ট্রেনের ক্ষতি হতো তেমনই হতো প্রাণহানি। কিন্তু এলএইচবিযুক্ত কোচে প্রাণহানির আশঙ্কা অনেকটা কমে যায়, দুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার করা যায়। রেল সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী দিনে সব ট্রেনেই এলএইচবিযুক্ত কোচ হয়ে যাবে।

Advertisements