IRCTC Tour Package : দুর্গাপুজোয় ঘুরে আসুন রাজস্থান থেকে, ঝক্কিহীন থাকতে বুক করুন IRCTC-র প্যাকেজ

Published on:

Advertisements

IRCTC Tour Package : পায়ের তলায় সরষে রাখা বাঙালির কাছে ঘুরতে যাওয়ার কোনও কারণ লাগে না। তবে বাঙালির কাছে ঘুরতে যাওয়ার অন্যতম সুযোগ দুর্গাপুজো। স্কুল-কলেজে লম্বা ছুটি। অফিস কাছারি বন্ধ। এমন সময় ঘুরতে যাওয়ার সুযোগ কি মিস করা যায়। আর তেমন মানুষদের জন্যই দুর্গা পুজো স্পেশাল ট্যুর প্যাকেজ আনল আইআরসিটিসি। আইআরসিটিসির সহযোগিতায় রয়েছে রাজস্থান ঘুরে দেখার সুযোগ। শুধু প্যাকেজ বুক করলেই হবে। আর কোনও ঝক্কি নেই। আইআরসিটির প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে রাজস্থানের অন্যতম সব পর্যটন কেন্দ্রগুলিকে।

Advertisements

ভ্রমণ প্রিয় বাঙালির জন্য কলকাতা থেকে এই স্পেশাল অফার এনেছে আইআরসিটিসি। ভারতীয় রেলের এই সহযোগী সংস্থাটির পূর্বাঞ্চলীয় জোনের তরফ থেকে স্পেশাল এই ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন দুর্গা পুজোয় বাঙালিকে রাজস্থান নিয়ে যাবে। সুন্দর করে গোছানো এই ট্যুর প্যাকেজে রয়েছে ট্রেনযাত্রা থেকে শুরু করে থাকা খাওয়া – সমস্ত কিছুর বন্দোবস্ত। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে সাজানো হয়েছে টুর প্যাকেজটি।

Advertisements

কলকাতা – রয়েল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজে পর্যটকরা ১২ দিন ১১ রাত ঘুরতে পারবেন। এই কদিনে ঘুরিয়ে দেখানো হবে রাজস্থানের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থানগুলি। ২০ অক্টোবর কলকাতা থেকে রওনা দেবে এই বিশেষ ট্রেন। যাত্রাপথে কলকাতা ছাড়াও ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, পরেশনাথ, হাজারিবাগ রোড, কোডারমা, গয়া, দেহরি-অন-সোন, সাসারাম ও দীন দয়াল উপাধ্যায় স্টেশন থেকে পর্যটকরা ট্রেনে উঠতে ও নামতে পারবেন।

Advertisements

পুজোর সময় বাংলা ছেড়ে যাওয়ার দুঃখ ভুলিয়ে দেবে এই ট্রেন। রাজস্থানের সমস্ত জনপ্রিয় স্পটগুলি ঘুরিয়ে দেখানো হবে এই টুর প্যাকেজ। রাজস্থানের মূল পর্যটনকেন্দ্রগুলির বেশিরভাগই ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজে। অজমেঢ়, উদয়পুর, চিত্তোরগড়, আবু রোড, যোধপুর, জয়সলমের, বিকানের ও জয়পুর ঘুরিয়ে দেখানো হবে আইআরসিটিসির এই স্পেশাল প্যাকেজে।

এখন নিশ্চয় মনে প্রশ্ন উঠছে দীর্ঘ যাত্রায় রাজস্থান ঘুরে দেখতে পকেটে বেশ চাপ পড়বে তেমনটাও নয় সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ট্যুর প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে। ইকোনমিক ক্লাসে ঘোরার জন্য এই টুর প্যাকেজে খরচ হবে কুড়ি হাজার 650 টাকা। তবে এছাড়াও রয়েছে কমফোর্ট ক্লাস এবং স্ট্যান্ডার্ড ক্লাস। স্ট্যান্ডার্ড ক্লাসে ঘুরতে গেলে লাগবে মাথা পিছু ৩০ হাজার ৯৬০ টাকা এবং কমফর্ট ক্লাসে ঘুরতে গেলে দিতে হবে যাত্রী পিছু ৩৪ হাজার ১১০ টাকা। আইআরসিটি-র ওয়েবসাইটে গিয়ে এই স্পেশাল ট্যুর প্যাকেজের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন গ্রাহকরা।

Advertisements