Indian Railways Ticket Rule : যে ট্রেনে যাবেন ওই ট্রেনেই ফিরবেন, মাঝে ঘুরে নেবেন দু’দিন! রেলের এই নিয়ম জানেন

Published on:

Advertisements

Indian Railways Ticket Rule : ট্রেন যাত্রা কি আপনার প্রথম পছন্দ? যেখানে সেখানে যাতায়াত করার ক্ষেত্রে কি প্রথমেই মনে পড়ে ভারতীয় রেলের কথা? সত্যি ভারতের রেল দেশের লাইফ লাইন বললে ভুল হবে না। ভারতীয় রেল যাত্রী পরিষেবার দিকে এখন বিশেষভাবে নজর দিয়েছে। পাশাপাশি নজর দেওয়া হচ্ছে যাত্রী সুরক্ষার দিকে। আপনারা যদি ট্রেন জার্নি প্রথম পছন্দ হয়ে থাকে, তাহলে এই নিয়মগুলি জেনে রাখা প্রয়োজন। এই নিয়মগুলি জেনে রাখলে আপনার ট্রেন জার্নির অভিজ্ঞতা আরও ভালো হয়ে উঠবে।

Advertisements

রিজার্ভেশন থাকা সত্ত্বেও আপনি যদি ট্রেন মিস করেন
রিজার্ভেশন থাকা সত্ত্বেও কোনও ব্যক্তি যদি তার বোর্ডিং পয়েন্ট থেকে ট্রেনে উঠতে না পারেন, তাহলে পরবর্তী দুটি স্টেশন থেকেও তিনি ট্রেনে উঠতে পারবেন। পরবর্তী দুটি স্টেশন পর্যন্ত টিটি ওই সংরক্ষিত টিকিট অন্য কাউকে দিতে পারেন না। যখন ট্রেনটি দুটি স্টেশনের মধ্য দিয়ে যায়, TTE RAC PNR স্ট্যাটাস সহ একজন যাত্রীকে একটি আসন বরাদ্দ করতে পারেন।

Advertisements

গন্তব্য পেরিয়ে যদি আরও দূর যেতে চান
ট্রেন যাত্রার সময় আমরা সাধারণত আমাদের নিজেদের গন্তব্যে নেমে যাই। কিন্তু কেউ যদি স্টেশনে নামতে না পারেন, বা নামতে ভুলে যান, অথবা আরও একটু বেশি পথযাত্রা করতে চান, তারও নিয়ম রয়েছে ভারতীয় রেলে। এক্ষেত্রে যাত্রীকে টিকিট কালেক্টর সঙ্গে কথা বলতে হবে এবং টিকিট কালেক্টর একটি অগ্রিম টিকিট করে দেবেন। এক্ষেত্রে যাত্রীকে শুধুমাত্র কোচ পরিবর্তন করতে হতে পারে।

Advertisements

দীর্ঘ দূরত্বে ব্রেক জার্নি
আপনি যদি দীর্ঘ দূরত্ব ভারতীয় রেলে যেতে চান, তাহলে আপনি ব্রেক জার্নি করতে পারেন। এক্ষেত্রে প্রারম্ভিক স্টেশন থেকে ৫০০ কিলোমিটার না হওয়া পর্যন্ত ব্রেক জার্নি করা যায় না। তবে এক হাজার কিলোমিটার এর মধ্যে দুটি ব্রেক জার্নি করার অনুমোদন রয়েছে। যদি কেউ দীর্ঘ দূরত্ব ট্রেনে পাড়ি দেন, তাহলে ট্রেনে ওঠার তারিখ বাদ দিয়ে দুইদিন পর্যন্ত বিরতি নিতে পারেন। তবে শতাব্দী, রাজধানীর মত প্রিমিয়াম ট্রেনগুলিতে এই নিয়ম প্রযোজ্য নেই।

ভারতের রেলে রয়েছে সার্কুলার জার্নি করার অনুমতি
কোন যাত্রীর ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলতে, রেলের এই নিয়মটি যথেষ্ট কার্যকর। অর্থাৎ আপনি কোনও জনপ্রিয় পর্যটন স্থলে গেলে, একটি সার্কুলার জার্নি টিকিট বুক করতে পারেন। এক্ষেত্রে জোনাল রেলওয়ের সঙ্গে কথা বলে পরিকল্পনা মাফিক টিকিট বুক করা যাবে।

ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেন যাত্রা
আপনি কি জানেন, আপনি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারেন। তবে এর জন্য যাত্রীকে PRS কাউন্টার থেকে একটা টিকিট কিনে নিতে হবে। যদিও ওয়েটিং লিস্টে থাকা এবং শুধুমাত্র ই টিকিট থাকা যাত্রীদের সাধারণত ট্রেনে উঠতে দেওয়া হয় না।

Advertisements