Tesla Recruitment: ভারতে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু তারমাঝে খুশির খবর দিয়েছে টেসলা। খুব তাড়াতাড়ি কর্মী নিয়োগ শুরু হবে এই কোম্পানিতে। ভারতে কত কর্মী নিয়োগ করবে টেসলা? কিছুদিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক হওয়ার কিছুদিন পরেই মার্কিন সংস্থা টেসলা ঘোষণা করে যে, ভারতে তারা কর্মী নিয়োগ করতে চলেছে। আপাতত দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছে তারা।
এলন মাস্ক এর সংস্থা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল ভারতে কারখানা তৈরি করার। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকরা এমনটাই শোনা গিয়েছিল গত বছর লোকসভা নির্বাচনের আগে। এমনকি ভারতে যাতে টেসলা কারখানা তৈরি করতে পারে তার জন্য উচ্চ আধিকারিকরা বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন এমনটাই শোনা গেছে। অর্থাৎ বলা যেতে পারে এলন মাস্কের সংস্থা টেসলা পরিকল্পনা করছে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা। কারখানা তৈরি হলে স্বাভাবিকভাবেই নিয়োগ হবে কর্মী (Tesla Recruitment)। ভারতীয়দের কাছে এটি একটি দুর্দান্ত সুযোগ।
সূত্র মারফত জানা গেছে যে, নির্বাচন চলাকালীন ভারতে মোদি-মাস্ক সাক্ষাৎ হতে পারে এবং এটি ইতিবাচক দিক নেবে সেটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ভারতে আসেননি টেসলা কর্তা। তার বদলে তিনি পাড়ি দেন চিনে। বিষয়টি নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে উঠেছিল। তাহলে টেসলা কোম্পানির মালিক ভারতে বিনিয়োগ করার পরিকল্পনা ত্যাগ করেছেন? কিন্তু এই বিষয়টি নিয়ে নিশ্চিন্ত হতে পারে ভারতীয়রা। ভারতের টেসলার কারখানা তৈরি হলে কর্মসংস্থানও (Tesla Recruitment) বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: আবারও ৪ দিনের জন্য বন্ধ থাকবে এই রুটের মেট্রো চলাচল, কি কারনে এই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের?
এখন অবশ্য সেই আশঙ্কা দূর হয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মোদির সঙ্গে মাস্কের বৈঠক এবং মাত্র কয়েকদিন পরেই ভারতে নিয়োগ করতে চলেছে টেসলা। ইভি প্রস্তুতকারী সংস্থার (Tesla Recruitment) তরফে জানানো হয়েছে, দিল্লি এবং মুম্বইয়ে মোট ১৩টি পদে আপাতত নিয়োগ করা হবে। যদিও সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলি দিল্লিতে রয়েছে। আবার কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট নিয়োগ করা হবে মুম্বইতে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৩ সালেও আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। বৈঠকের পরই মাস্ক জানিয়ে দিয়েছেন যে, মার্কিন এই সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে, ভারতে বিনিয়োগ করতে আগ্রহী এই কোম্পানি। কারখানা চালু হলে ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে। ভারতের আর্থিক উন্নতিতে সাহায্য করবে এই পরিকল্পনা। গাড়ির মূল্য থাকবে ২০ লক্ষের মধ্যে। প্রথম ২০১৯ সালেই ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। অবশেষে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বিষয়টি নিয়ে। দুপক্ষই রাজি এমনটাই জানা যাচ্ছে।