Jeans Small Pocket : জিন্স তো পরেন! কিন্তু ছোট্ট এই পকেটের আসল ব্যবহার জানা আছে?

Published on:

Advertisements

Jeans Small Pocket : আট থেকে ১৮, বর্তমানে সকলের প্রিয় জিন্স। জিন্স তো আপনারা প্রায়ই সকলেই পড়ে থাকেন। জিন্সের ফ্যাশনে বর্তমানে অনেক বদল এসেছে। তবে বদল হয়নি একটি জিনিসের। জিন্সের ওই ছোট্ট পকেটটির। এই পকেট যেন শুধু নামেই থাকে। ব্যবহার খুব কম মানুষই করেন। কেউ কেউ হয়তো খুচরো পয়সা রাখার জন্য এই ছোট্ট পকেট ব্যবহার করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনাদরে পড়ে থাকে নিজের সখের জিনসে পড়ে থাকে এই ছোট্ট পকেটটি।

Advertisements

কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট পকেটটির আসল ব্যবহার কি? কেনই বা রাখা হয় এই ছোট্ট পকেটটি? বস্ত্র বিশেষজ্ঞদের কথায় এই ছোট্ট পকেটটি জিন্সের কৌলিন্য বজায় রাখে। জিন্সের ফ্যাশনে অনেক বদল এলেও, সেই আভিজাত্যের কথা মাথায় রেখে ছোট্ট পকেটে বদল করা হয় না। নিয়ম মেনে এই ছোট্ট পকেট থেকে রেখে দেওয়া হয়। নতুন ডিজাইনের জিন্স থেকে শুরু করে পুরনো দিনের জিন্সের ফ্যাশন সব ক্ষেত্রেই থাকে এই ছোট্ট পকেট।

Advertisements

কিন্তু কেন এই জিন্সে ছোট্ট পকেট রাখা শুরু হয়েছিল? বস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, জিন্স আগে বেশিরভাগ প্রচলিত ছিল পাশ্চাত্যের দেশগুলিতে। সেখানে কাউবয়রা আগে চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। সেই ঘড়ি তারা রাখতেন ওয়েস্ট কোটের পকেটে। তবে সেই পকেটে থাকার ফলে বেশিরভাগ ক্ষেত্রে ঘড়ি ভেঙ্গে যেত। তাই প্রয়োজন পরে চেন দেওয়া সেই ঘড়ি সুরক্ষিত রাখার।

Advertisements

তখনই জিন্সে এই ছোট্ট পকেটটির আবির্ভাব হয়। যাতে সেখানে সুরক্ষিত রাখা যায় নিজের পছন্দের ঘড়িটি। এখন চেন দেওয়া ঘড়ির প্রচলন আর নেই বললেই চলে। তবে জিন্সের কৌলিন্য মেনে সেই পকেটটা আজও রেখে দেওয়া হয়েছে।

বর্তমানে ভারতেও জিন্স ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। ভারতের ফ্যাশন ডিজাইনারদের মস্তিষ্ক থেকে জিন্সের নতুন নতুন স্টাইল উঠে এসেছে। অনেক ক্ষেত্রেই দু একটি জিন্স থেকে তুলে দেওয়া হচ্ছে এই ছোট্ট পকেটটি। ছোট্ট পকেটের এই অভাব অনেক ক্ষেত্রেই ক্রেতাদের পছন্দ হচ্ছে না। তবে বেশিরভাগ মানুষই এই ছোট্ট পকেট রাখার কারণ কি, তা জানেন না। শুধুমাত্র অভ্যাসবশতই জিন্সে এই ছোট্ট পকেটটি তারা দেখতে চান। আর খামতি পেলেই পছন্দ হয় না সেই জিন্স। তবে খুচরো পয়সা না রাখলে, এই ছোট্ট পকেটের ব্যবহার বর্তমানে আর খুব বেশি পড়ে না।

Advertisements