AC Local Train Sealdah: শিয়ালদহ থেকে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন! প্রকাশ্যে এল ভাড়া

AC Local Train Sealdah: দক্ষিণবঙ্গের বুকে অবস্থিত সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন গুলির মধ্যে অন্যতম একটি রেল স্টেশন হল শিয়ালদহ স্টেশন। রোজ হাজার হাজার যাত্রীর ভিড় হয় এই রেল স্টেশন চত্বরে। যাত্রীদের জন্য অপেক্ষা করছে করছে এক বিরাট সুখবর। আর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রথম এসি লোকাল ট্রেনের রেক এসে পৌঁছবে শিয়ালদা স্টেশনে। ইতিমধ্যেই এসি লোকাল ট্রেনের ভাড়া প্রকাশ্যে এসেছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এর হাত ধরে।

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনে যাতায়াতের ভাড়া প্রকাশ করেছেন। যা দেখে চমকে যাচ্ছেন সকলেই। কারণ দেখা যাচ্ছে এই ট্রেনের ভাড়া খুবই সামান্য। যাত্রী সুবিধার্থে রেলের তরফে ২০২৪ সালে শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছিল। এখনো তা চালু হয়নি। সূত্রের খবর, অবশেষে দিন কয়েক আগে একটি রেক চেন্নাইয়ের ICF থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। কয়েক দিনের মধ্যেই নারকেলডাঙা কারশেডে এসে পৌঁছবে রেকটি। তারপর ঘটবে প্রতীক্ষার অবসান কারণ শুরু হবে ট্রায়াল রান।

আরও পড়ুন: National Highway: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, জাতীয় সড়কে জুড়বে কলকাতা, গোরক্ষপুর, শিলিগুড়ি

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিয়ালদা মেইন শাখায় চলবে এসি রেক। সেজন্য যাত্রীদের ভাড়ার তালিকা প্রকাশ পেয়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সমাজ মাধ্যমে জানান, শিয়ালদা থেকে কৃষ্ণনগরে যাতায়াতের ভাড়া ধার্য করা হয়েছে ২৮০ টাকা অর্থাৎ একদিকে ভাড়া ১৪০ টাকা। মাসিক টিকিটের মূল্য ২,৮১৫ টাকা।

এই এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হলে নির্দিষ্ট এলাকার অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তা ছাড়া এই এসি লোকাল ট্রেনের ফলে গরমের সময় ভিড়ের চাপ কিছুটা কম হবে বলেও মনে করা হচ্ছে।