Portable Washing Machine: মাত্র ৬০০ টাকায় বালতিকে বানিয়ে নিন ওয়াশিং মেশিন! শুধু আনতে হবে এই ডিভাইস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Make the bucket a Portable Washing Machine for only 600 rupees: চলছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। শীতের দাপট আমাদের রাজ্য থেকে এখনো বিদায় নেয়নি। শুধু আমাদের রাজ্যেই নয়, ভারতের বিভিন্ন প্রান্তেই রয়েছে এখনো ঠান্ডার দাপট। কিন্তু শীতকাল বলে ঘরের কাজ গুলি তো আর থেমে থাকতে পারে না। তাই ঠান্ডার মধ্যেই কষ্ট করে বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া ইত্যাদি সমস্ত কাজই করতে হচ্ছে। কনকনে ঠান্ডা জলে এই সমস্ত কাজ বলে করার বদলে অনেকেই গিজার কিনতে চান। তবে সাধ থাকলেই সব সময় সেই সাধ পূরণের সাধ্য হয় না। তবে আজ আপনাদের এমন একটি ডিভাইসের (Portable Washing Machine) সন্ধান দেবো যা স্বল্পমূল্যে আপনার শীতকালের ঠান্ডা জলে কাজ করার কষ্টকে কমিয়ে দিতে পারে।

Advertisements

এটি আসলে একটি পোর্টেবল ডিভাইস। দাম ও খুবই কম, একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। এটি এমন একটি ডিভাইস যা যে কোনো বালতি বা ট্যাঙ্কের ভিতর রেখে দিলেই আপনার কাজ হয়ে যাবে। এই পোর্টেবল ওয়াশিং মেশিনটির (Portable Washing Machine) দাম মাত্র ৬০০ টাকা। অনলাইনে সহজেই Flipkart, Amazon থেকে অথবা স্থানীয় বাজার থেকে সহজেই সুলভ মূল্যের এই পোর্টেবল ওয়াশিং মেশিনটি আপনি কিনে নিতে পারেন।

Advertisements

এই মেশিনটি আসলে একটি মিনি ইলেকট্রিক টারবাইন। টারবাইন আসলে কোনো কিছুকে ঘোরাতে সাহায্য করে। বড় বড় ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও এই টারবাইন জাতীয় একটি যন্ত্র ভেতরে লাগানো থাকে। যা ইলেকট্রিক সংযোগ পেয়ে ঘুরতে শুরু করে। এটি জোরে ঘোরার ফলে ওয়াশিং মেশিনে খুব সহজে কোনো দৈহিক পরিশ্রম না করে জামাকাপড় কেচে নেওয়া সম্ভব হয়।

Advertisements

আরও পড়ুন ? Blanket Cleaning Hacks: কষ্ট করে জলে ডুবিয়ে ব্ল্যাঙ্কেট পরিষ্কারের দিন শেষ! এই ৬টি জিনিস থাকলেই দেখতে পাবেন ম্যাজিক

কিন্তু বেশি টাকা দিয়ে ওয়াশিং মেশিন কেনা সম্ভব না হলে সেই কাজ মেটাবে টারবাইন যুক্ত এই যন্ত্রটি। এই ঠান্ডার আবহাওয়ায় ঠান্ডা জলের কারণে অনেকেই সমস্যায় পড়েন কাপড় ধোয়ার সময়। তাই এই টারবাইন যে কোনো বালতি ইত্যাদিতে সহজেই ব্যবহার করা যেতে পারে। এর সাহায্যে যে কোনো বালতিকে ওয়াশিং মেশিনে রূপান্তর করা সম্ভব। এর ফলে সহজেই ঠান্ডা জলে কষ্ট করে কাজ না করে কাপড় কেচে নিতে পারেন।

পোর্টেবল এই মিনি ওয়াশিং মেশিন (Portable Washing Machine) ব্যবহার করলে জমি। দামি ওয়াশিং মেশিনের জন্য ব্যয় হওয়া টাকা বাঁচাতে পারেন ঠিক তেমনি খুব সহজে নিজের কাজ গুলি সেরে ফেলতে পারবেন। এটি আকারে ছোট হওয়ায় ঘরে জায়গার সংকট ও হয় না। তাই এই শীতে ঠান্ডা জলে কাপড় কাচার কষ্ট থেকে মুক্তি পেতে Jaini Enterprise এর পোর্টেবল ওয়াশিং মেশিন কিনে ব্যবহার করতেই পারেন।

Advertisements