নিজস্ব প্রতিবেদন : বিশ্বে কত রকমের যে ভাষার (Language) প্রচলন রয়েছে তা মনে রাখা অধিকাংশ মানুষের কাছেই অসম্ভব। নিজেদের মনের কথাকে পরিস্ফুটিত করার জন্য স্থান বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকেন স্থানীয় মানুষেরা। তবে জানেন কি, এমন একটি ভাষা রয়েছে যে ভাষাটিকে উল্টো অথবা সোজা যাই করে লিখুন না কেন একই দেখায়।
বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষাভাষীর মানুষের কথা অর্থাৎ ভাষার রকমারীর কথা ছেড়ে শুধু যদি ভারতের দিকে তাকানো হয় তাহলেই ভাষার এত বিভিন্নতা দেখা যায় যে গুনে শেষ করা যায় না। ভারতে ২২ টি ভাষাকে বিভিন্ন জায়গায় অফিশিয়াল কাজকর্মের জন্য ব্যবহার করা হয়। এই ২২টি ভাষা ছাড়াও আরও অজস্র ভাষা রয়েছে যেগুলির সংখ্যা অনেকের কাছেই অজানা। আর এই সকল ভাষার মধ্যেই একটি ভাষা যাকে উল্টো বা সোজা যাই করে লেখা হোক না কেন একই দেখায়।
বলা যেতে পারে যে ভাষাটির কথা বলা হচ্ছে সেই ভাষাটি একেবারেই ওই ভাষার আলাদা বৈশিষ্ট্য। অনেকেই হয়তো কোন ভাষাটি হতে পারে তা নিয়ে অনেক ভাবনা-চিন্তা করছেন। আসলে এই সকল বিষয়ে এখন অত্যন্ত জ্ঞান থাকাও দরকার। কেননা প্রতিযোগিতার বাজারে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ধরনের ছোটখাট সাধারণ জ্ঞানের প্রশ্ন বড় হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন ? ভারতের কোন ভাষা ধার করে চালায় শ্রীলঙ্কা! এটি আবার তাদের সরকারি ভাষাও
ভারতবর্ষে যে সকল ভাষার প্রচলন রয়েছে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন বাংলা ভাষার কথা বলতে গেলে তার কোন তুলনা হয় না। কেননা এই ভাষার জন্যই প্রাণ দিতে হয়েছিল তরতাজা যুবকদের। যে কারণেই ২১ ফেব্রুয়ারিকে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এপার বাংলা ও ওপার বাংলায়। এখন ফিরে আসা যাক মূল প্রসঙ্গে অর্থাৎ কোন ভাষাকে উল্টো বা সোজা যায় করে লিখুন না কেন একই দেখায়।
সোজা অথবা উল্টো যেভাবেই লিখুন না কেন যে ভাষাটিকে একই দেখায় সেই ভাষাটির নাম হলো মালায়ালাম। যদি আপনি ইংরেজিতে মালায়ালাম (Malayalam) বানান লেখেন তাহলে এই জিনিসটি লক্ষ্য করতে পারবেন। অন্যান্য কোন ভাষার ক্ষেত্রেই এমনটা দেখা যায় না আর মালায়ালাম ভাষাকে ইংরেজিতে সোজা অথবা উল্টো যাই করে লেখা হোক না কেন একই দেখায় সেই বিষয়টিও অধিকাংশ মানুষেরই অজানা।