গত সপ্তাহের রবিবার মরুদেশের বুকে ছিল অতি প্রতীক্ষিত ভারত বনাম নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল। তারপর থেকেই একটা ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যম জুড়ে। যা দেখে কার্যত ট্রলিংয়ের মুখে পড়তে হচ্ছে ছবিতে থাকা দুজনকে।
এখনো সম্পর্কের ইতি হয়নি, তারই মাঝে অন্য এক নারীর সাথে দুবাইযের মাঠে বসে খেলা দেখতে দেখা গেল চাহালকে! তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও তাদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছে।
আরও পড়ুন: IPL 2025: শুরুর পথে আইপিএল ২০২৫, কারা খেলবেন কেকেআরের হয়ে? অধিনায়ক কে হলেন?
বিবাহ জীবনের বয়স মোটে চার বছর। আবার তার মধ্যেও একসাথে থাকতেন না ১৮ মাস ধরে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। জানা যাচ্ছে, ডিভোর্স শুধু একটা অপেক্ষা এখন। তারপরেই বিবাহের বন্ধন থেকে মুক্ত হবেন তারা। এরই মাঝে কি নতুন করে প্রেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটর? কার প্রেমেই বা পড়লেন তিনি?
মহিলার পরিচয় ইতিমধ্যেই প্রকাশে এসেছে। তিনি আরজে মহভিশ। এর আগেও দুজনকে শহরের একটি পার্টি শেষে একসাথে দেখা গিয়েছিল। তবে সেসময় মাহভিশ ভালোবাসার সম্পর্ককে উড়িয়ে বন্ধু আখ্যা দিয়েছিলেন একে অপরকে। দিল্লির একটি নামকরা রেডিও চ্যানেলে আরজে হিসেবে কর্মরত মাহভিশ। সোশ্যাল মিডিয়ায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর ও বটে। তাই তার ফলোয়ার এর সংখ্যা নেহাতই কম নয়। এখন দেখার বিষয় কোন দিকে মোড় নেয় তাদের এই সম্পর্কটি।