গত ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট ৬.৫০% থেকে কমিয়ে ৬.২৫ % করা হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে উচ্চ সুদের এফডি খোঁজার প্রবণতা সবসময়েই থাকে তবে রেপো রেট হ্রাস পাওয়ার পর তা যেন দ্বিগুণ হয়েছে।
আর তাই এবার বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাংক। যেগুলিতে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে। কিন্তু তার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে।
দেশের বুকে অবস্থিত স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির কাজ হল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, কৃষক, শ্রমিক সংগঠন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা। নিম্নলিখিত ব্যাংকগুলি ৯% পর্যন্ত সুদ প্রদান করছে।
Unity Small Finance Bank- এই ব্যাংকটি ১০০১ দিনের মেয়াদে সর্বোচ্চ ৯% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৭.৮৫% হারে সুদ পাওয়া যাবে। সুতরাং দিন যত বাড়বে সুদের হার ও বাড়বে।
NorthEast Small Finance Bank- এই ব্যাংকটি ১৮ মাস ১ দিন থেকে ৩৬ মাসের মেয়াদে সর্বোচ্চ ৯% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৭% হারে সুদ পাওয়া যাবে।
Suryoday Small Finance Bank- এই ব্যাংকটি ৫ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.৬% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮.২৫% হারে সুদ দেবে।
Utkarsh Small Finance Bank- এই ব্যাংকটি ২-৩ বছর বা ১৫০০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.৫% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৮% হারে সুদ পাওয়া যাবে।
ESAF Small Finance Bank- এই ব্যাংকটি ৮৮৮ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.৩৮% সুদ দিচ্ছে। তবে ১ বছরের মেয়াদে ৬% হারে সুদ পাওয়া যাবে।
Equitas Small Finance Bank- এই ব্যাংকটি থেকে প্রায় দুই বছরের অর্থাৎ ৮৮৮ দিনের মেয়াদে সর্বোচ্চ ৮.২৫% সুদ পাওয়া যাবে। তবে ১ বছরের মেয়াদে ৮.১% হারে সুদ পাওয়া যাবে।
Jana Small Finance Bank- এই ব্যাংকটি থেকে ১-৩ বছরের মেয়াদে সর্বোচ্চ সুদের হার ৮.২৫%।