নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সকল চাকরির জন্য নতুন নতুন পদ তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। এই মুহূর্তে লক্ষাধিক যুবক যুবতীরা এই পদে কর্মরত। যারা মূলত পুলিশকে প্রশাসনিক কাজকর্মে সাহায্য করে থাকেন। এবার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। এখন যে ঘোষণার ফলে একসঙ্গে ৬-৬ টি সুবিধা (Civic Volunteers Facilities) তাদের তুলে দেওয়া হচ্ছে। এর আগে কখনো এইভাবে তাদের দিকে মুখ তুলে তাকায় নি সরকার।
১) সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথমেই যেটি বলতে হয় তা হল বেতন বৃদ্ধি। রাজ্য সরকারের তরফ থেকে এবার তাদের প্রতি মাসে ১০০০ টাকা করে বেশি বেতন দেওয়া হবে। আগে তারা ৯ হাজার টাকা বেতন পেতেন এখন পাবেন ১০ হাজার টাকা। এপ্রিল মাস থেকে শুরু হবে নতুন বেতন কাঠামো।
২) দ্বিতীয় যে সুবিধার কথা না বললেই নয় সেটি হলো অ্যাড হক বোনাস। মূলত গতবছর দুর্গাপুজোর সময় অ্যাড হক বোনাস নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের অবসান ঘটিয়ে এবার পাকাপাকিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ৫৩০০ টাকা করা হয়েছে। আগে এই বোনাস হিসাবে কলকাতার সিভিক ভলেন্টিয়াররা ৫৩০০ টাকা পেতেন এবং রাজ্যের অন্যান্য জায়গার সিভিক ভলেন্টিয়াররা মাত্র ২০০০ টাকা পেতেন।
৩) তৃতীয় যে বড় সুবিধা দেওয়া হয়েছে তা হল সিভিক ভলেন্টিয়ার থেকে রাজ্য পুলিশে যোগ দেওয়ার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষণ বৃদ্ধি করা। আগে এই সংরক্ষণ ছিল ১০% এবং তা এখন বাড়িয়ে করা হয়েছে ২০%। সুতরাং এখন আগের তুলনায় অনেক বেশি সিভিক ভলেন্টিয়ার সরাসরি পুলিশের চাকরি পাওয়ার সুযোগ পাবেন।
৪) এখন চার নম্বর সুবিধার কথা বললে বলা যায়, চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান। রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এমনকি কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার মারা গেলে পরিবারের কোনো একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন ? SBSTC Bus Service: আরও সহজে যাওয়া যাবে কলকাতা, পাণ্ডবেশ্বর থেকে মিলবে SBSTC বাস, দেখে নিন সময়সূচি
৫) অবসরকালীন যে আর্থিক সাহায্য আগে দেওয়া হতো সেই সাহায্য এখন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে ৩ লক্ষ টাকা প্রদান করা হতো সেই টাকা এখন বাড়িয়ে করা হয়েছে ৬ লক্ষ। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ঘোষণা ষষ্ঠ বড় ঘোষণা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের বড় অংশ।
৬) সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা মহিলা কর্মী রয়েছেন তাদের এবার অন্যত্র বদলি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সুযোগ বহু মহিলা সিভিক ভলেন্টিয়ারদের কাজে আসবে। কেননা তাদের বিয়ে হয়ে যাওয়ার পর অল্প টাকার চাকরি করার জন্য খুব কষ্টে সংসার ছেড়ে অন্যত্র থাকতে হতো। এবার এই সুযোগ দেওয়ার ফলে ওই সকল মহিলা সিভিক ভলেন্টিয়াররা অনেক উপকৃত হবেন।