SBSTC Bus Service: আরও সহজে যাওয়া যাবে কলকাতা, পাণ্ডবেশ্বর থেকে মিলবে SBSTC বাস, দেখে নিন সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবার বিকল্প অন্য কোন পরিষেবা হতে পারেনা তা ঠিক। তবে রেল পরিষেবার পাশাপাশি বাস পরিষেবাও কিন্তু সমানভাবে সাধারণ মানুষদের কাছে গুরুত্ব রাখে। বিশেষ করে সেই সকল জায়গায় বাস পরিষেবা (Bus Service) গণপরিবহনের লাইফ লাইন, যেখানে রয়েছে কম সংখ্যক ট্রেন অথবা ট্রেন যোগাযোগ নেই।

ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেক জায়গা রয়েছে যেখানে হয় খুব কম সংখ্যক ট্রেন চলাচল করে অথবা একেবারেই ট্রেন পরিষেবা নেই। সেই সকল জায়গায় সরকারের তরফ থেকে সরকারি বাস পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। এবার সেই রকমই পাণ্ডবেশ্বর থেকে একটি সরাসরি কলকাতার বাস (SBSTC Bus Service) চালু হলো। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম নতুন এই বাসের পরিষেবা দেবে।

পাণ্ডবেশ্বর খনি এলাকা থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ কলকাতা যাতায়াত করে থাকেন। কিন্তু কলকাতা যাতায়াত করার ক্ষেত্রে এখানকার অধিকাংশ বাসিন্দাদের অন্ডাল অথবা দুর্গাপুরের দিকে তাকিয়ে থাকতে হয়। কেননা ওই সকল জায়গায় যে পরিমাণ ট্রেন পাওয়া যায়, তা পাণ্ডবেশ্বরে পাওয়া যায় না। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই পাণ্ডবেশ্বর থেকে সরাসরি কলকাতার একটি বাসের দাবি দাওয়া ছিল। এবার সেই দাবি দাওয়া পূরণ হলো লোকসভা ভোটের আগে।

আরও পড়ুন 👉 Yusuf Pathan: ছোট ঘরে বাস, কষ্টে চলত সংসার, কেমন ইউসুফ পাঠানের ছোটবেলা! জানলে চোখের কোণে আসবে জল

গত সপ্তাহে চালু হওয়া পাণ্ডবেশ্বর থেকে কলকাতা বাসটি প্রতিদিন সকাল সাতটায় পাণ্ডবেশ্বরের ফুলবাগান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর ঝাঁঝরা, সরপি, উখরা, দুর্গাপুর বর্ধমান হয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবে। পাণ্ডবেশ্বর থেকে সরাসরি কলকাতার বাস চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা অনেক কম সময়ে এবং অনেক সহজে কলকাতা পৌঁছে যেতে পারবেন। আগের মত আর তাদের পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর অথবা বর্ধমান গিয়ে কলকাতার জন্য বাস বা ট্রেন ধরতে হবে না।

এই বাসটি প্রতিদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পাশাপাশি কলকাতা থেকে বিকেল চারটে নাগাদ পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে এই বাস চালু হওয়ার ফলে কেবলমাত্র কলকাতা যাওয়ার জন্য সুবিধা বাড়ল তা নয়, পাশাপাশি বাসটি যেহেতু উখরা, দুর্গাপুর, বর্ধমান হয়ে যাতায়াত করবে তাই ঐ সকল জায়গা যাওয়ার ক্ষেত্রেও স্থানীয় বাসিন্দাদের সুবিধা বাড়লো। এছাড়াও উখরা, দুর্গাপুর, বর্ধমান, ঝাঁঝড়া এলাকার বাসিন্দাদেরও কলকাতা যাওয়ার সুযোগ আরও বেড়ে গেল।