The procedure to apply for New LPG Connection offline: আপনি কি ঠিকানা পরিবর্তন করেছেন? আপনি কি বিবাহ সূত্রে, পড়াশোনার জন্য বা চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও এসে আছেন? রোজ তো বাইরে থেকে খাবার কিনে খাওয়া সম্ভব না বাড়িতেই রান্নার ব্যবস্থা কি করে করা যায় সেই নিয়ে চিন্তিত? তাহলে তো আপনাকে সবার প্রথমে একটা নতুন গ্যাস কানেকশন (New LPG Connection) নিতেই হবে। কারণ বর্তমানে রান্নার জন্য জ্বালানি হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসই ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে নেবেন এই গ্যাস কানেকশন! চলুন জেনে নেওয়া যাক।
ভারতে তিনটি এলপিজি গ্যাস কোম্পানি রয়েছে। আইওসিএল বা ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও এইচপিসিএল বা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই তিনটি কোম্পানির মধ্যে যেকোনো একটি থেকেই আপনি আপনার নতুন গ্যাস কানেকশনটি (New LPG Connection) নিতে পারেন। তার জন্য আপনাকে সামান্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
গ্যাস কানেকশন এর জন্য অফলাইন বা অনলাইন দুই ভাবেই আবেদন করা যায়। অনলাইন আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট অ্যাপে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অনলাইন ফর্ম ফিলাপ করতে হয়। সেই ফর্মে বেশ কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হয় সেগুলির সঠিক উত্তর দিয়ে যথাযথভাবে ফর্মটিকে ফিলাপ করে জমা দিলেই আবেদন করার কাজ শেষ।ফর্ম ফিলাপ করার সময় একটি ডিস্ট্রিবিউটর পচ্ছন্দ করতে হয়। এরপর সেই নির্দিষ্ট কোম্পানির অন্তর্ভুক্ত ডিস্ট্রিবিউটর থেকে আপনার সাথে যোগাযোগ করবে কানেকশনটি (New LPG Connection) আপনার হাতে তুলে দেবার জন্য।
আরও পড়ুন ? LPG Booking Discount: আরও ১০ শতাংশ ছাড়, রান্নার গ্যাস বুকিংয়ের সময় পড়তে হবে শুধু এই কাজ
অফলাইন আবেদনের ক্ষেত্রে নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে আবেদনের জন্য নির্দিষ্ট একটি ফর্ম সংগ্রহ করতে হয়। এরপর সেই ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে পরিপূর্ণ করে তার সাথে প্রয়োজনীয় বেশ কিছু নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই ইত্যাদির জেরক্স কপি, পাসপোর্ট সাইজ ছবি, বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ইলেকট্রিক বিল বা দলিল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হয়। এরপর ২-৩ দিনের মধ্যেই সেই ডিস্ট্রিবিউটর থেকে আপনার সাথে যোগাযোগ করবে নতুন গ্যাস কানেকশনটি (New LPG Connection) আপনার হাতে তুলে দেওয়ার জন্য।
নতুন গ্যাস কানেকশন (New LPG Connection) নেবার জন্য সিলিন্ডার ও রেগুলেটর পিছু কিছু সিকিউরিটি মানি জমা করতে হয় কোম্পানির ঘরে। বর্তমানে সেই সিকিউরিটি মানির পরিমাণ হলো, ঘরে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের ২২০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারে ১১৫০ টাকা এবং ডিপিআর বা রেগুলেটর এর সিকিউরিটি মানি হল ২৫০ টাকা।