নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার পর মুকেশ আম্বানির সংস্থা Jio অন্যান্য বিভিন্ন সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আনছে এবং আনার জন্য নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। বলা যেতে পারে এই সংস্থার দৌলতেই এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। আর এবার এই টেলিকম সংস্থা লঞ্চ করতে চলেছে Jio IPTV পরিষেবা।
IPTV পরিষেবা ঠিক কি তা সম্পর্কে অনেকেরই ধারণা খুব কম। কেননা এই পরিষেবা একেবারেই নতুন ধরনের পরিষেবা। IPTV এর পুরো অর্থ হল ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। পুরো অর্থ শোনার পর বিষয়টি অনেকের কাছেই হালকা হলেও পরিষ্কার হতে পারে। আসলে এই পরিষেবার মধ্য দিয়ে গ্রাহকদের লাইভ টিভি সম্প্রচারের বন্দোবস্ত করা হবে জিওর তরফ থেকে।
নতুন এই পরিষেবা পুরাতন জিও ফাইবার থেকে শুরু করে নতুন জিও এয়ার ফাইবার গ্রাহকরা ছাড়াও যারা ওটিটি পোস্টপেড ও প্রিপেড সাবস্ক্রিপশন নিয়েছেন তারাও ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা যাতে সবাইকে দেওয়া যায় তার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যেই যে সকল গ্রাহকদের জিও ফাইবার কানেকশন রয়েছে এবং সেট টপ বক্স রয়েছে তাদের অনেকেই এই পরিষেবা পরীক্ষামূলকভাবে পাচ্ছেন।
আরও পড়ুন ? SBI Debit Card Charges: চার্জ বেড়ে গেল SBI ডেবিট কার্ডের! এবার পকেট থেকে বাড়তি খসবে এত টাকা
Jio IPTV পরিষেবার মাধ্যমে গ্রাহকদের লাইভ টিভি দেখানোর জন্য খুব তাড়াতাড়ি জিও এয়ার ফাইবার পরিষেবার সঙ্গে নতুন এই পরিষেবা সংযুক্ত করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। জিওকে নতুন এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হ্যাথওয়ে ডিজিটাল লিমিটেড সহযোগিতা করবে বলেই জানা গিয়েছে। অর্থাৎ হ্যাথওয়ে ডিজিটাল লিমিটেড এবং মুকেশ আম্বানির জিও গাঁটছড়া বেঁধে এমন পরিষেবা চালু করতে চলেছে।
জানা যাচ্ছে, নতুন এই পরিষেবা চালু হলে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার গ্রাহকদের জিও সেট টপ বক্সের লেটেস্ট লাইভ টিভি অ্যাপ ব্যবহার করতে হবে লাইভ টিভি দেখার জন্য। পাশাপাশি এই পদ্ধতিতে লাইভ টিভি দেখার জন্য অবশ্যই সক্রিয় থাকতে হবে জিও ইন্টারনেট। আর এই নতুন পরিষেবা চালু হলে কেবল কানেকশন অতীত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে, পাশাপাশি প্রতিযোগিতা বাড়বে টাটা প্লে এইচডি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির।