বিনোদন ও খেলার জগতে একের পর এক বিবাহ বিচ্ছেদের ঘটনা অনুগামীদের মনকে ভারাক্রান্ত করে তোলে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়েছে। তারই মাঝে সমাজ মাধ্যম জুড়ে একটি ছবি ভাইরাল হয়।
চাহালকে মরুদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ফাইনাল এক সুন্দরীর সাথে মাঠে খেলা উপভোগ করতে দেখা যায়। যা নিয়ে শুরু হয় জোর চর্চা। মহিলার পরিচয় ইতিমধ্যেই সামনে এসেছে। তিনি হলেন আরজে মহভিশ।
আরও পড়ুন: Dog Bark: রাতে পাড়ার কুকুর কেঁদে উঠলে ভয় পান! কেন এমন করে ওরা জানেন?
অন্যদিকে, চাহালের স্ত্রী ধনশ্রীর একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে দেখা যাচ্ছে ধনশ্রী বেশ আবেগপ্রবণ হয়ে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানের শেষে ধনশ্রী যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন পাপারাজ্জিরা তাকে থামানোর চেষ্টা করেন। তখন উত্তরে তিনি বলেন, “আমি খুব আবেগপ্রবণ বোধ করছি।” এরপর তিনি আর কিছু বলেননি। এই কথা বলে অনুরাগীদের মনকে খানিকটা উস্কে দিলেন তিনি।
ভিডিও প্রকাশে আসতেই অনেকেই বলছেন চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য হয়তো অনুতপ্ত সে। যদিও এই বিষয়ে ধনশ্রী কিছু মন্তব্য করতে চাননি। অন্যদিকে সমাজ মাধ্যমে আরও একটি খবর নিয়ে চর্চা চলছে যে চাহালের কাছ থেকে খোরপোশ হিসেবে ৬০ কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী। যদিও এই গুঞ্জনকে কার্যত অস্বীকার করা হয়েছে ধনশ্রীর পরিবারের তরফে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধনশ্রীর এই দাবির বিষয়ে নির্দিষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। চাহাল ও এই বিষয়ে মুখে কুলুপ এটেছে। তাই এই গুঞ্জনকে ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে।