নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি মাথা গোঁজার ঠাঁই যেন থাকে। অর্থাৎ প্রত্যেকেরই নিজের নিজের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির স্বপ্ন রয়েছে। কিন্তু সবার পক্ষে আর্থিক অনটনের কারণে এই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। অনেকেই রয়েছেন যারা এই স্বপ্ন পূরণ করার জন্য ব্যাঙ্ক অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেন।
বাড়ি তৈরি করার ক্ষেত্রে এমনিতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। ইট, বালি, পাথর, সিমেন্ট, রড ইত্যাদির পিছনে প্রচুর খরচ হয়। আর এই সকল খরচের মধ্যেই খরচ আরও বাড়িয়ে দিল সম্প্রতি সিমেন্টের দাম বৃদ্ধি (Cement Price Hiked) পাওয়া। সম্প্রতি হুট করে সিমেন্টের দাম বৃদ্ধি পেয়েছে। আর সিমেন্টের দাম বৃদ্ধি পেলেই বাডি তৈরি খরচ অনেকটাই বেড়ে যাবে।
হুট করে সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার ফলে যেমন যারা নিজেরা বাড়ি তৈরি করছেন তাদের পকেট থেকে এখন অনেক বাড়তি টাকা খসবে, ঠিক সেই রকমই যারা ফ্ল্যাট বা এই ধরনের আবাসনে বসবাসের জন্য তা ক্রয় করে থাকেন তাদেরও আগের তুলনায় খরচ বেশি করতে হবে। কেননা সিমেন্টের দাম বৃদ্ধি পেতেই চড়চড়িয়ে দাম বাড়তে শুরু করেছে ফ্ল্যাটেরও। আর এসবের ফলেই এখন মাথায় চিন্তা সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির।
আরও পড়ুন ? Construction Materials: লাগবে না বালি! তৈরি হবে বাড়ি-ঘর! নতুন আবিষ্কারের পথে গবেষকরা
এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই সিমেন্টের দাম বৃদ্ধির বিষয়ে ঘোষণা করতে দেখা যায় দেশের তাবড় তাবড় সিমেন্ট সংস্থাগুলির একাংশকে। এই ঘোষণার পরই দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ব্যাগ প্রতি উত্তর ভারতে দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১২ টাকা। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দাম বেড়েছে সবচেয়ে বেশি। এই সকল রাজ্যগুলিতে ব্যাগ প্রতি এখন সিমেন্টের পিছনে ৩০ থেকে ৪০ টাকা বেশি খরচ করতে হচ্ছে। পশ্চিম ভারতে সিমেন্টের ব্যাগ প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ২০ টাকা।
এর আগে গত পাঁচ মাস ধরে সিমেন্টের দাম দিন দিন কমতে দেখা যাচ্ছিল। মূলত চাহিদা কমে যাওয়ার কারণে সিমেন্টের দাম কম ছিল। কিন্তু এপ্রিল থেকে একলাফে সিমেন্টের চাহিদা বেড়ে যাওয়ার পরই দেখা যায় সিমেন্টের দাম বৃদ্ধি করার ঘোষণা করে দেয় সংস্থাগুলির একাংশ। অন্যদিকে সিমেন্টের দাম ১০ টাকা বাড়লেই নির্মাণ খরচ ৫ টাকা বেড়ে যায়। স্বাভাবিকভাবেই ফ্ল্যাট সহ অন্যান্য নির্মাণের ক্ষেত্রেও খরচ অনেকটাই বেড়ে যাবে।