Mumbai to Kolkata Expressway: আরও সহজে সড়ক পথে যাওয়া যাবে কলকাতা থেকে মুম্বই, অপেক্ষা নতুন এক্সপ্রেসওয়ের

Antara Nag

Published on:

Advertisements

The new expressway will make it easier to travel by road from Mumbai to Kolkata: সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছে সরকার। আর আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবহন ব্যবস্থা।পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবহন দপ্তরের তরফ থেকে তৈরি করা হয়েছে একাধিক হাইওয়ে এবং এক্সপ্রেস ওয়ে। সম্প্রতি পরিবহন দপ্তরের তরফ থেকে আরও একটি নতুন পদক্ষেপ (Mumbai to Kolkata Expressway) গ্রহণের খবর শোনা গেছে।

Advertisements

হাই স্পিড ইকনোমিক করিডোর এবং ন্যাশনাল হাই ওয়েগুলির সাহায্যে, সারা ভারত জুড়ে পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক সড়ক পথের পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর। খুব শীঘ্রই চালু হতে চলেছে কলকাতা থেকে বোম্বে যাওয়ার অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ে কানেক্টিভিটি (Mumbai to Kolkata Expressway)। বেশ কয়েকটি এক্সপ্রেস দ্বারা কলকাতা ও মুম্বাই কে সারা ভারতের বিভিন্ন শহরের সাথে সংযুক্ত করার পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর। এই পরিকল্পনা ২০২৮ সালের মধ্যেই বাস্তবায়িত করার চেষ্টায় রয়েছে তারা। এক্সপ্রেসওয়ে গুলিকে একটি সিরিজ আকারে চালু করা হবে বলে জানা গেছে।

Advertisements

মূলত চারটি এক্সপ্রেস ওয়ে কলকাতা ও মুম্বাই শহরকে সড়কপথে (Mumbai to Kolkata Expressway) যুক্ত করতে চলেছে। এই চারটি এক্সপ্রেস ওয়ে হল রায়পুর ধানবাদ ইকোনমিক করিডোর, মুম্বাই নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে, বারানসি কলকাতা এক্সপ্রেসওয়ে এবং নাগপুর – ভান্ডারা – গোন্দিয়া এক্সপ্রেস। এই চারটি রাস্তা চালু হলে কলকাতা থেকে মুম্বাই শহর যাতায়াত করা যে খুবই সহজ হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। এই রাস্তাগুলির মাধ্যমে শুধুমাত্র পরিবহন ব্যবস্থা নয়, উন্নত হবে বাণিজ্যিক পরিস্থিতিও। এমনই আশা রাখছে বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisements

আরও পড়ুন ? Bharatmala Mega Project: ভারতমালা অতীত! এবার জাতীয় সড়ক তৈরিতে মেগা প্ল্যান কেন্দ্র সরকারের

নাগপুর – ভান্ডারা – গোন্দিয়া এক্সপ্রেসওয়ে তৈরি করার প্রস্তাব করা হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। যা এতদিন ইস্টার্ন মহারাষ্ট্র এক্সপ্রেসওয়ে নামে পরিচিত ছিল। এরপরই পরিবহন দপ্তরের পক্ষ থেকে নেওয়া নতুন উদ্যোগের (Mumbai to Kolkata Expressway) কথা এবং তাকে সাফল্যমন্ডিত করার জন্য করা পরিকল্পনার কথা সামনে এসেছে। এখন শুধু পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অনুমতির অপেক্ষা। তাদের অনুমতি পেলেই শুরু হবে নতুন এক্সপ্রেসওয়ে গুলি তৈরির কাজ।

প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বাই নাগপুর এক্সপ্রেস এর সাথে যুক্ত করা হবে ১২৮ কিলোমিটার বিস্তৃত পূর্ব মহারাষ্ট্র এক্সপ্রেস ওয়েকে। এই রাস্তাটি নাগপুর গোন্দিয়া এবং ভান্ডারা জেলাকে যুক্ত করবে। যার ফলে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। যে পথ অতিক্রম করতে এতদিন ৪ ঘণ্টার বেশি সময় লাগতো। সেই পথ ২ ঘন্টার কম সময়ে অতিক্রম করা সম্ভব হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। সমস্ত পরিকল্পনা সফল ভাবে কার্যকর করা সম্ভব হলে, কলকাতা থেকে বোম্বাই (Mumbai to Kolkata Expressway) যাতায়াত করা অনেক সহজ হয়ে যাবে যাতায়াতের জন্য অতিরিক্ত সময় খরচ হবে না।

Advertisements