Flying Taxi in India: ভারতের এই শহরে চালু হতে চলেছে প্রথম উড়ন্ত ট্যাক্সি! ৭ মিনিটে খরচ পড়বে এত টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

India’s first flying taxi is about to launch in this city: ছোটবেলায় রূপকথার গল্পে উড়ন্ত ঘোড়ার গাড়ি, উড়ন্ত পাপোশ, উড়ন্ত ট্রেন ইত্যাদির কথা আমরা পড়েছি। আধুনিকতার যুগে এইরোপ্লেন, জেট প্লেন, রকেট ইত্যাদিকে স্বচক্ষে উড়ে যেতে দেখেছি যাত্রী সহ। এবার যদি আকাশে উড়তে দেখেন হলুদ ট্যাক্সিকে? শুনে অবাক লাগছে তাই তো? না কল্পবিজ্ঞান নয়, বাস্তবে এমনটা ঘটতে চলেছে আমাদের ভারতবর্ষেই (Flying Taxi in India)। অপেক্ষা আর মাত্র কয়েক বছরের।

Advertisements

যাতায়াতের জন্য আমরা অনেকেই হলুদ ট্যাক্সি ব্যবহার করে থাকি। প্রচন্ড ব্যাস্ততার মাঝে জ্যামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে, অনেকেরই মনে হয় যদি গাড়িটা নিয়ে উড়ে চলে যেতে পারতাম তাহলে হয়তো কিছুটা সময় বাঁচানো যেত। আমাদের এই কল্পনা কেই বাস্তব রূপ দিতে চলেছে ইন্ডিগো। কল্পবিজ্ঞানের বাস্তবায়ন হতে চলেছে ইন্ডিগোর নতুন এয়ার ট্যাক্সি (Flying Taxi in India) পরিষেবার হাত ধরে। ট্যাক্সিকে উড়তে দেখা যাবে তাও আবার ভারতবর্ষের আকাশে।

Advertisements

ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের তরফ থেকে জানানো হয়েছে ২০২৬ সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সির (Flying Taxi in India) পরিষেবা চালু করা হবে ভারতে। এয়ার ট্যাক্সি গুলি মূলত সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি হিসেবে প্রকাশ পাবে। ভারতীয় কোম্পানি ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ ও আমেরিকান সংস্থা আর্চার অ্যাভিয়েশন এর মিলিত উদ্যোগে চালু হতে চলেছে এই অত্যাধুনিক প্রযুক্তি। দিল্লির কোউনাট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত এই পরিষেবা চালু করা হবে। দিল্লির বিখ্যাত যানজট উপেক্ষা করে উড়ন্ত ট্যাক্সি দিল্লি থেকে হরিয়ানার পথ অতিক্রম করবে মাত্র ৭ মিনিটে।

Advertisements

আরও পড়ুন ? Arijit Singh Concert: কনসার্টে হাজির ৩ মাসের শিশু, দেখে যা করলেন অরিজিৎ, মন জুড়িয়ে যাবে

যেভাবে হেলিকপ্টার ওঠানামা করে, ঠিক একই পদ্ধতিতে উলম্ব ভাবে এই ট্যাক্সিগুলিও পরিষেবা দিতে পারবে। আওয়াজ হবে হেলিকপ্টারের চেয়ে অনেক কম সাধারণ ট্যাক্সির মতই। এই উড়ন্ত ট্যাক্সিগুলিতে (Flying Taxi in India) পাইলট ছাড়া আরো চারজন যাত্রী বসতে পারবেন। আমেরিকার সংস্থা আর্চার অ্যাভিয়েশনের তরফ থেকে ২০০ টি উড়ন্ত ট্যাক্সি দেওয়া হবে যা তৈরি করতে খরচ পড়বে ৮৩০০ কোটি টাকা।

এবার আসা যাক খরচের কথায়। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এয়ার ট্যাক্সির (Flying Taxi in India) ভারাও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। দিল্লি থেকে হরিয়ানা ৭ মিনিটের পথ যাবার জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আপাতত এই পরিষেবা শুধুমাত্র দিল্লিতে চালু করা হলেও, ভবিষ্যতে মুম্বাই ব্যাঙ্গালোরের মতন ভারতের সমস্ত বড় শহর গুলিতে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর্চার অ্যাভিয়েশন ও ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। কর্তৃপক্ষের পরিকল্পনা মতন কাজ হলে ২০২৬ সালের মধ্যে সারা বিশ্বের বুকে ইতিহাস গড়তে চলেছে ভারত।

Advertisements