UG Classes 2024: দেরী করলে চলবে না, কলেজে ক্লাস শুরুর দিনক্ষণ জানিয়ে দিল UGC

Antara Nag

Published on:

Advertisements

UGC informed when UG Classes will start in 2024: ২০২৪ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলির ক্লাস (UG Classes 2024) শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ২০২০ তে করোনা মহামারীর সময় থেকে স্নাতক স্তরের ক্লাস শুরুর ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হতে দেখা গেছে। ২০২১- ২০২২ সাল অবধিও একই সমস্যা ঘটতে দেখা গেছে। কিন্তু বর্তমানে সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আর তাই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের তরফ থেকে ১৮ই এপ্রিল ২০২৪ এ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে স্পষ্ট ভাবে প্রতিটি কলেজের স্নাতক স্তরের ক্লাস ২০২৪ এর আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া রয়েছে।

Advertisements

এছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। অর্থাৎ কবে থেকে ক্লাস শুরু হবে? কত দিন পর্যন্ত চলবে? কবে সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে? সবকিছু এখনই নির্দিষ্ট করতে বলা হয়েছে। যাতে সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিকে ক্লাস (UG Classes 2024) শুরু বা এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কোন রকম সমস্যার মুখোমুখি হতে না হয়। খুব শীঘ্রই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হতে চলেছে আর তার আগেই স্নাতক স্তরের পড়াশোনা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে ইউজিসি।

Advertisements

শুধু আগামী বছরের পড়াশোনা শুরু (UG Classes 2024) করার বিষয়ে নয়, চলতি বছরের পরীক্ষাগুলির ফল ঘোষণার নির্দেশও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। যারা ইতিমধ্যে কলেজের বিভিন্ন সেমিস্টারে পাঠরত রয়েছেন, তাদের ফাইনাল পরীক্ষার ফলাফল জুন মাসের মধ্যেই ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। করোনা মহামারীর জন্য ৩ বছর পড়াশোনার ক্ষেত্রে যে গাফিলতি হয়েছে তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরানোর উদ্দেশ্যেই এই নির্দেশ জারি করা হয়েছে ইউজিসির তরফ থেকে। স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা যাতে সময়মতো তাদের পড়াশুনা শুরু করে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিগ্রী অর্জন করতে সফলতা পায় সেই দিকে নজর রাখছে ইউজিসি।

Advertisements

আরও পড়ুন ? Madhyamik and HS Result: এপ্রিলে বেরোচ্ছে না, মে মাসের এইদিন বেরোবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট

স্নাতক স্তরের ক্লাস (UG Classes 2024) দেরিতে শুরু হলে, পরীক্ষা হয় দেরিতে। ফলে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে শিক্ষার্থীরা। বহু শিক্ষার্থীর একটি বছর নষ্ট হয়েছে পরীক্ষার ফল ঘোষণার দেরির কারণে। গত দু-তিন বছর ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছে বহু শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের একাংশ চাইছে আবার পুরনো নিয়ম অনুযায়ী, সময়মতো স্নাতক স্তরের পড়াশুনা শুরু হোক এবং পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই কোর্স শেষ করা হোক। এর ফলে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের ক্ষেত্রে কোনোরকম বাধার মুখে পড়তে হবে না শিক্ষার্থীদের।

খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হতে চলেছে। তারপরেই আগস্ট মাসের শুরুর দিকে স্নাতক স্তরের ক্লাস (UG Classes 2024) শুরু হয়ে যাবে। কোনরকম বাধা সৃষ্টি না হলে এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা অর্জনে কোনো সমস্যার সম্মুখীন হতে দেবে না। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ থেকে স্নাতক স্তরে ক্লাস শুরু হওয়ার মধ্যে যথেষ্ট সময় থাকবে। তার মধ্যে অনলাইন ফর্ম ফিলাপ করে, মেধাতালিকা প্রস্তুত করে, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে প্রত্যেকটি কলেজ।

Advertisements