Weather Update South Bengal: কষ্ট সহ্যের দিন শেষ! ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়! কয়েক ঘণ্টাতেই ভাসবে দক্ষিণবঙ্গের এইসব জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তাপমাত্রার পারদ নেমেছে কলকাতায়। গত বুধবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৪০ ডিগ্রী পার করে ৪৩ ডিগ্রী পর্যন্ত উঠেছিল, সেই জায়গায় তাপমাত্রার পারদ ফের নেমেছে ৪০ ডিগ্রির নিচে। তবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির নিচে নামলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। যদিও এমন পরিস্থিতিতে এবার হাওয়া অফিসের (IMD) তরফ থেকে একটি সুখবর দেওয়া হল। আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে (Weather Update South Bengal) এই সুখবর দেওয়া হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট বৃহস্পতিবার পেশ করা হয়েছে তা থেকে এমন সুখবর মিলেছে। নতুন সুখবর অনুযায়ী আর কয়েক ঘণ্টা অপেক্ষার পরই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ধেয়ে আসবে। এছাড়াও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এর আগে হওয়া অফিসের তরফে ৫ মে থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে নতুন আপডেট অনুযায়ী সময় এগিয়ে আসায় অনেকটাই স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসীরা।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, গত কয়েক দিনের তুলনায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিল। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের কারণেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ জেলায় জেলায় অন্ততপক্ষে ৩ ডিগ্রি কম রয়েছে বলে জানা যাচ্ছে। এসবের পাশাপাশি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তাতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Madhyamik Routine 2025: ভ্যালেন্টাইন ডে’র দিন শুরু, দেখে নিন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কিছুটা হলেও কষ্ট সহ্য করতে হবে। এরপর ৪ মে অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ধেয়ে আসবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড়। ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তাপমাত্রার পারদ অনেকটাই নামিয়ে দেবে। অর্থাৎ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার পরই ঝড়-বৃষ্টির মুখোমুখি হবে দক্ষিণবঙ্গের তিন জেলা। ওই তিন জেলা হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর।

৫ মে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা থাকলেও হাওয়া অফিসের তরফ থেকে পরিস্থিতি নিয়ে নজরে রাখা হচ্ছে। কেননা ঐদিন দক্ষিণবঙ্গের চার জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে চার জেলায় এমন সম্ভাবনা রয়েছে সেই চারটি জেলা হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এবার যদি সোমবারের দিকে তাকানো যায় তাহলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোন কোন জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে আবার কোন কোন জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসবে। সোমবার তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে বলেই আশা করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements