নিজস্ব প্রতিবেদন : শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ু গত কয়েকদিন ধরেই রাজ্যে প্রবেশ করার কারণে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গের (South Bengal)। তবে এখন পরিস্থিতির বদল হয়েছে, টানা ২০ দিন তাপপ্রবাহ চলার পর সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেকটাই পড়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে দিন দুয়েক আগে থেকেই জানানো হয়েছিল রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দেখা মিলবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কালবৈশাখী ঝড়ের দেখা মিলবে। তবে এখনো (প্রতিবেদন লেখা পর্যন্ত) পর্যন্ত সেই ভাবে কোন জেলাতেই বৃষ্টির দেখা মেলেনি এবং যে সকল জেলায় কালবৈশাখী ঝড় দেখা যাবে বলে জানানো হয়েছিল সেই সকল জেলাতেও দেখা মেলেনি। যদিও আশাহত হওয়ার কোন প্রয়োজন নেই। কেননা সোমবার হাওয়া অফিসের তরফ থেকে আরও এক মেগা আপডেট দেওয়া হল কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি (Kalboishakhi Rainfall Alert) নিয়ে।
সোমবার হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেট অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ৩ জেলায় ভারী বৃষ্টির দেখা মিলবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি চার জেলা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন ? Second-Hand AC: ঝড়ের গতিতে বাড়ছে সেকেন্ড হ্যান্ড এসির বেচাকেনা! কেনার সময় নজর রাখতে হবে কয়েকটি জিনিস
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই সকল জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
বুধবার গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং সব জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ মে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার আবার কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। ১০ মে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।