Amrit sarovar project: ভারতীয় রেলের কাঁধে এল নতুন দায়িত্ব! ট্রেন চালানোর পাশাপাশি করবে এই কাজও

দিন যতো এগোচ্ছে ততই ভারতের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার মান উন্নয়ন হয়ে চলেছে। একদিকে যেমন রেলপথ সম্প্রসারণের কাজ চলছে তেমনই বাদ যায়নি সড়কপথ নির্মাণের কাজও। এমনকি চলতি মাসেই ভারতের বুকে হাইড্রোজেন ট্রেন উদ্বোধন এর কথা রয়েছে। এরই মাঝে রেল মন্ত্রক এর কাঁধে এল এক নয়া দায়িত্ব। যার জন্য নড়ে চড়ে বসেছে রেল মন্ত্রক।

রেলের কাঁধে এবার এক নতুন দায়িত্ব যা পালন করতে হবে রেলকে। রোজ লক্ষ লক্ষ যাত্র যাত্রীকে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। তবে এবার থেকে যাত্রীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি আরও একটি দায়িত্ব রেল মন্ত্রককে পূরণ করতে হবে। জানেন কোন নতুন দায়িত্ব পালন করতে হবে রেলকে? মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি বছর থেকে দেশজুড়ে রেল পরিষেবার সাথে পুকুর খোঁড়ার কাজও করতে হবে তাদের।

আরও পড়ুন: Women without clothes: ভারতের এই গ্রামে মহিলারা পাঁচ দিন পোশাক পরেন না, জানুন এর রহস্য!

জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিপদে পড়েছে গোটা দেশ। পারদ সবসময়ই উর্ধমুখী। হাওয়া অফিস থেকে মার্চের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখনো গোটা বছর পরে রয়েছে। তার মধ্যে পুকুর ও গাছের অভাব এই আবহাওয়াকে আরও দস্যুরুপী করে তুলেছে।

যদিও সেই অভাব পূরণের লক্ষেই ২০২২ সালে দেশের প্রতিটি জেলায় অন্তত ৭৫ টি করে পুকুর তৈরির পরিকল্পনা করে কেন্দ্র। মিশন অমৃত সরোবরের অধীনে কাজ শুরু করা হয়। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৪এর অক্টোবর মাস পর্যন্ত ভারতের বুকে ৬৪ হাজার পুকুর খোদাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

ইতিমধ্যেই ওই প্রকল্পের দ্বিতীয় পর্বে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। পুকুর খননের বাড়তি দায়িত্ব পড়েছে তাদের ওপরে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এমন একটি এলাকায়, যেখানে রেল নিজের লাইন সম্প্রসারণ এর কাজ করছে, সেখানে যদি দেখা যায় যে সেই মাটির তলায় ভূগর্ভস্থ জল রয়েছে। তখন রেলের দায়িত্ব নিজে থেকে সেই জায়গা খুঁড়ে একটি পুকুর তৈরি করা। এই কাজে রেলের কর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে জেলাশাসক।