Amir Gouri: আমিরের সঙ্গে সম্পর্কে কী তাহলে সিলমোহর পড়লো গৌরীর! গৌরীর আসল পরিচয় জানেন?

বিনোদন বা খেলার জগতে একের পর এক বিবাহবিচ্ছেদের ঘটনা অনুরাগীদের মনকে ভারাক্রান্ত করে তোলে। আবার নতুন সম্পর্কের খবর ভেসে এলে মন ভালো হয়ে যায়। তবে এদিক দিয়ে বলিউডের মিস্টার পারফেক্সনিস্ট বেশ কিছুটা এগিয়ে। প্রেমে পড়ার যে নির্দিষ্ট কোনও বয়স হয় না তা প্রমাণ করে দিয়েছেন তিনি। রিনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর মিস্টার গত দেড় বছর ধরে গৌরী মেগান স্প্র্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বছর ৬০ র আমির খান।

জানেন কে এই গৌরী? কী তার পরিচয়?
স্বাধীনতার আগে গৌরী স্প্র্যাটের দাদু ফিলিপ স্প্র্যাট ইংল্যান্ড থেকে ভারতে আসেন। দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভারত স্বাধীন হওয়ার পর এদেশেই আশ্রয় নেন তিনি। ওই পরিবারেই মেয়ে গৌরী। ১৯৭৮ সালে বেঙ্গালুরুতে জন্ম গৌরীর। উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করেন গৌরী। ২০০২ সাল নাগাদ উচ্চশিক্ষার তাগিদে টেমসের পথে পাড়ি দেন গৌরী। ইউনিভার্সিটি অফ দ্য আর্টস লন্ডনে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি এবং ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন গৌরী।

আরও পড়ুন: IPL 2025: আইপিএল ম্যাচের আগে চোট পেয়েছেন কোন কোন ক্রিকেটার? দেখে নিন তালিকা

পড়াশোনা শেষের পর গৌরী মার্মালেড নামে এক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও পরবর্তী বছরগুলিতে ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। পশু অধিকার আন্দোলন কর্মী হিসাবে দেশ দুনিয়ায় বেশ খ্যাতি রয়েছে গৌরীর। পশুপ্রেমী হওয়ার নিদর্শন তার বাড়িতেও দেখা যায়, তারও নিজের এক পোষ্য রয়েছে।

তারও বিবাহ বিচ্ছেদ ঘটেছে আগেই। এক সন্তান নিয়েই তার ছোট সংসার। বর্তমানে সিঙ্গল মাদার হিসাবেই ছেলের দায়িত্ব সামলান তিনি। আমির খানের সঙ্গে তার বন্ধুত্বের বয়স নেহাতই কম নয়, ২৫ বছর আগে দেখা হয় আমিরের সাথে। যদিও তারপর যোগাযোগ নিভে গিয়েছিল। গত দুই বছর আগে দেখা হয় পরস্পরের। তারপরই এসেছে নতুন সুখবর। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় দুজনে। তাদের প্রেমের বয়স ১৮ মাস। আমিরের ৬০ তম জন্মদিনে গৌরীকে দেখা যায়। সেখানেই সকলের সঙ্গে গৌরীর আলাপ করিয়ে দেন আমির। গৌরী বলেছেন, আমির খুব যত্নশীল তিনি এমনই এক মানুষকে তার পাশে চেয়েছিলেন। যা থেকে মনে হচ্ছে এক নতুন সংসার বাঁধতে চলেছে দুটিতে।