This project allows the Tata to earn thousands of rupees every month from sitting at home: এককালীন বিনিয়োগের মাধ্যমে যদি উপার্জন করা যায় তাহলে কেমন হয়? টাটা কোম্পানি আপনাদের জন্য নিয়ে এলো তেমনই একটা সুযোগ। টাটা কোম্পানির মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে পেতে পারেন মোটা টাকা রিটার্ন। তবে এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তারা এসআইপি এবং এসডব্লিউপি পদ্ধতি ২ টি সম্পর্কে অবগত। টাটা কোম্পানির নতুন প্রকল্পে (Tata Project) মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য ব্যবহৃত হবে এসডব্লিউপি পদ্ধতি।
টাটা কোম্পানি নতুন একটি মিউচুয়াল ফান্ড প্রকল্প (Tata Project) চালু করেছে। প্রকল্পটির নাম টাটা ইন্ডিয়া কনজিউমার ফান্ড রেগুলার গ্রোথ। এই প্রকল্পে বিনিয়োগ করলে এসডব্লিউপি পদ্ধতিতে আপনি পেতে পারেন মাসিক ২০ হাজার টাকা অব্দি রিটার্ন। টাটা কোম্পানির নতুন এই প্রকল্পটিতে রয়েছে ১ লক্ষ ৯৪৯.৫৬ কোটি টাকার একটি ফান্ড। বিনিয়োগকারীরা ন্যূনতম ১০০ টাকা থেকে ৫০০০ টাকা অব্দি এসআইপি করতে পারবে এই প্রকল্পে। এই টাকাগুলি কাজে লাগানো হবে শেয়ার বাজারে। সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকেই রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা। তবে আপনি যদি বিনিয়োগের ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত নিতে চান তাহলে আপনাকে সামান্য ক্ষতিপূরণ দিতে হবে। ০.২৫ শতাংশ এক্সিট লোড কাটা হবে আপনার মোট বিনিয়োগ করা অর্থ থেকে।
টাটা কোম্পানির নতুন এই প্রকল্পটি (Tata Project) শুরু হওয়া থেকে আজ পর্যন্ত রিটার্ন পাওয়া গেছে ১৭.২০ শতাংশ। শেষ ৫ বছরে রিটার্ন পাওয়া গেছে ১৮.০৮ শতাংশ । শেষ ৩ বছরে এসেছে ১৯.১৩ শতাংশ। এবং শেষ ১ বছরে রিটার্ন পাওয়া গেছে ৩০.৬৭ শতাংশ। এই প্রকল্পের বর্তমান নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৪০.১৮ টাকা। এই প্রকল্পে বিনিয়োগ করলে এসডব্লিউপি পদ্ধতিতে মাসিক ২০ হাজার টাকা অব্দি রিটার্ন পেতে পারেন আপনিও। মাসিক ২০ হাজার টাকা পেতে গেলে, ঠিক কত টাকা কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে এই প্রকল্পে?
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসআইপির বিপরীত প্রক্রিয়া হল এসডব্লিউপি। সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এই পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সংস্থার পক্ষ থেকে। টাটা কোম্পানির নতুন প্রকল্পটিতে (Tata Project) বিনিয়োগ করলে এজডব্লিউপি পদ্ধতি প্রয়োগ করতে পারবে বিনিয়োগকারী। এই প্রকল্পে এসডব্লিউপি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মাসিক ২০ হাজার টাকা করে রিটার্ন পাওয়া সম্ভব। আপনি ১০ লক্ষ টাকারও কম আর্থিক বিনিয়োগের মাধ্যমে রিটার্ন পেতে পারেন ২০ হাজার টাকা। ৩ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে প্রতি মাসে এই টাকা রিটার্ন আসবে আপনার অ্যাকাউন্টে।
আপনি যদি টাটা কোম্পানির নতুন ফান্ড প্রকল্পে (Tata Project) ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে অতীতের রিটার্ন অনুযায়ী, আপনি টাকা ফেরত পাবার পরও বেশ কিছু টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে। ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে ৩ বছরের জন্য এসডব্লিউপি করলে প্রতি মাসে ১৯% রিটার্ন এলে, মাসিক ২০ হাজার টাকা হিসাবে ৩ বছরে আপনি মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা ফেরত পাবেন। তারপরও আপনার অ্যাকাউন্টে ৭ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকা থাকবে। আপনি যদি ৫ বছরের জন্য এলসব্লিউপি করেন আর ১৮% রিটার্ন পান, তাহলে প্রতি মাসে ২০ হাজার টাকা হিসেবে ৫ বছরের মোট ১২ লক্ষ টাকা ফেরত পাবার পরও আপনার অ্যাকাউন্টে ৪ লক্ষ ৩৩ হাজার ৩২৫ টাকা থেকে যাবে।