Howrah Sealdah Metro: যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একের এক নতুন উদ্যোগ প্রকাশে আসছে। নানান জায়গায় চলছে মেট্রো লাইন সম্প্রসারণের কাজ। সেক্টর ফাইভ- শিয়ালদহ এবং এসপ্ল্যানেড- হাওড়া ময়দান রুটে মেট্রো চলাচলের কারণে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে আগত এক বিরাট অংশের যাত্রীরদের সুবিধা হয়েছে।
তবে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন যাত্রীরা হাওড়া-শিয়ালদহ রুটের মধ্যে মেট্রো চলাচলের জন্য। এবার তেমনই এক সুখবর নিয়ে এল মেট্রো রেল। ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল প্রায় ১৯.২৫ কোটি। দিনে দিনে এই সংখ্যা আরও বাড়ছে। পরবর্তী বছরগুলিতে তা আরও বাড়বে কারণ খুব শীঘ্রই জুড়ে যাবে হাওড়া- শিয়ালদহ এর মত দুটি গুরুত্বপূর্ণ স্টেশন।
আরও পড়ুন: iBus Network Expansion: পশ্চিমবঙ্গের ডিজিটাল রূপান্তরে নতুন অধ্যায়, iBUS Network-এর উদ্যোগ
কবে শুরু হবে এই রুটের মেট্রো পরিষেবা? জানা গিয়েছে, পরিকল্পনা মাফিক সব বাস্তবায়ন হলে খুব দ্রুত মেট্রো রেলের মাধ্যমে জুড়ে যাবে হাওড়া ও স্টেশন। এর ফলে ১৫ মিনিটেরও কম সময়ে হাওড়া ও শিয়ালদার মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
এরই মাঝে আরও একটি সুখবর অপেক্ষা করছে মেট্রো যাত্রীদের জন্য। মেট্রো রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, বউবাজার এলাকার মেট্রো লাইনের কাজ প্রায় সমাপ্ত। এখন টানেলের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাত্রী সুরক্ষার জন্য। এই কারণে হোলির আগে বন্ধ ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ এর তরফে বউবাজার রুটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র পেতেই যাত্রী পরিষেবা চালু হবে। মার্কিন সংস্থার রিপোর্ট এর অপেক্ষা রয়েছে শুধু।
মেট্রোর এক আধিকারিক সূত্রে খবর, এপ্রিল মাসেই পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু নানান গোলোযোগের কারণে আগামী মাসে পরিষেবা চালু করা হবে না। মে মাস থেকেই চালু হতে পারে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেফটি কমিশনার এর ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। সেই অনুযায়ী কাজ শেষ করতে হবে। রিপোর্ট জমা দিতে হবে সিআরএসের কাছে। সবকিছু ঠিক থাকলে তা গ্রহণযোগ্য হবে। রাজ্য ফায়ার প্রুফ সার্টিফিকেট দেবে সব দিক বিবেচনা করে। শেষে ট্রায়াল রান হবে ওই রুটে। তারপর সাধারণ মানুষের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। এই পরিষেবা চালু হলে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।