দিন যত এগোচ্ছে ততই শহরজুড়ে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। তার সাথে লাগু হচ্ছে নতুন সব নিয়ম। বর্তমানে টোলপ্লাজাগুলির অধিকাংশ জায়গাতেই FASTag বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে প্রত্যেক চালকের গাড়িতে FASTag রয়েছে। ভারতের প্রায় সব রাজ্যেই এই নিয়ম মেনে চলা হয়। যদিও এই নিয়মের তালিকা থেকে বাদ ছিল মহারাষ্ট্রের নাম। তবে এবার নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বেশ কিছু দিন পরেই এই নয়া নিয়ম কার্যকর হবে মহারাষ্ট্রে।
আগামী মাসের প্রথমদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে মহারাষ্ট্র রাজ্য FASTag বা ই-ট্যাগ নিয়মের আওতায় চলে আসবে। যা মানতে হবে সকল গাড়ি চালককে। জানা গিয়েছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত সমস্ত টোল প্লাজার ক্ষেত্রে কার্যকর হতে চলেছে এই নিয়ম।
আরও পড়ুন: IPL 2025: আইপিএল ২০২৫ -এ নতুন অধিনায়কদের পরীক্ষা, উত্তেজনা ও সম্ভাবনা
এখন প্রশ্ন উঠছে গাড়িতে FASTag না থাকলে টোল পার করা কী সম্ভব হবে?
গণবিজ্ঞপ্তি জারি করে MSRDC জানিয়েছে, FASTag না থাকলেও টোলে যাত্রী পেমেন্ট করতে পারবে। FASTag ব্যবহারের পরিবর্তে যাত্রী নগদ, কার্ড বা ইউপিআই এর সাহায্যে টোলে টাকা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে দ্বিগুণ টাকা গুনতে হবে যাত্রীকে।
বম্বে হাইকোর্টে FASTag সংক্রান্ত দায়ের করা একটি জনস্বার্থ মামলার বিচারে আদালত এই রায় দিয়েছে আগামী ১লা এপ্রিল থেকে সব ধরণের যানবাহনের ক্ষেত্রে FASTag ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এমএসআরডিসির একজন কর্মকর্তা তরফে জানা গিয়েছে, টোল কার্যক্রম দ্রুত ও সহজ করার জন্য এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। যদিও নয়া এই নিয়মের তালিকায় ছোট হালকা যানবাহন, রাজ্য পরিবহন বাস এবং স্কুল বাস টোল পেমেন্ট থেকে ছুটি পাবে। অন্য সব যানবাহনের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়মে মুম্বইয়ের MSRDC এর অধীনে থাকা টোলগুলি যেমন দহিসার, মুলুন্ড পশ্চিম, মুলুন্ড পূর্ব, আইরোলি এবং ভাশি পড়বে। আগামী মাস থেকে বান্দ্রা-ওয়ারলি সি লিংক, মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য প্রধান এক্সপ্রেসওয়েতে FASTag পেমেন্ট বাধ্যতামূলক করা হবে।