গত বছর লোকসভা ভোটের আবহে কলকাতা হাইকোর্টের তরফে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এক নয়া তথ্য সামনে এসেছে।
রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের তরফে কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, তা নিয়ে নতুন করে এক সমীক্ষা হতে চলেছে যে সমীক্ষা করতে সময় লাগবে তিন মাস। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল সূত্রে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।
মূলত এই মঙ্গলবার এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে জানানো হয়েছে ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভূক্তির ক্ষেত্রে সমীক্ষা করবে রাজ্য। আদালত ইতিমধ্যেই রাজ্যের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। চলতি বছরের জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার ফল স্বরূপ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের মুখে পড়ে। যদিও সেই সময় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। তাই এবার সমীক্ষার এই নতুন সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।